ad
ad

Breaking News

Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: তৃতীয় দফায় ৯৩ আসনে ভোটগ্রহণ, ভোটদানের হারে এগিয়ে কোন রাজ্য জানেন?

সকালের দিকে ভোটগ্রহণের হার একটু ঢিমেতালে চললেও বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে ভোটের হার।

Voting in 93 constituencies in the third phase, do you know which state is leading in the voting rate?

Bangla Jago Desk : মঙ্গলবার দেশজুড়ে চলে তৃতীয় দফার নির্বাচন। ৯৩টি আসনে এদিন ভোটগ্রহণ হয়। সকালের দিকে ভোটগ্রহণের হার একটু ঢিমেতালে চললেও বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে ভোটের হার। একাধিক তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে এদিন। সামান্য দুই একটি ঘণ্টা বাদ দিলে তৃতীয় দফার ভোট শান্তিতেই শেষ হয়।

সাত দফার নির্বাচনের তৃতীয় পর্ব ছিল মঙ্গলবার। দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এই দফায় ভোট নেওয়া হয় ৯৩টি আসনে। ভোটগ্রহণ হয় বাংলার পশ্চিমবঙ্গের চারটি লোকসভা আসন মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে। তৃতীয় দফায় ৯৪টি আসনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু গুজরাতের সুরাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে বিজেপি। তাই এদিন ভোট হয় ৯৩টি আসনে। তৃতীয় দফায় যে ৯৩টি আসনে ভোট হচ্ছে তার মধ্যে পশ্চিমবঙ্গের চারটি আসনের পাশাপাশি আছে গুজরাতের ২৫, কর্নাটকের ১৪, মহারাষ্ট্রের ১১, উত্তরপ্রদেশের ১০, মধ্যপ্রদেশের ৯টি, ছত্তিশসগড়ের ৭টি, বিহারের ৫টি, অসমের ৪টি, গোয়ার ২টি, দাদরা ও নগর হভেলির একটি এবং দমন ও দিউয়ের একটি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হয়। সব মিলিয়ে এই তৃতীয় দফায় ১৩৩১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। বড় দলগুলির মধ্যে বিজেপির টিকিটে লড়েন ৮১ জন। কংগ্রেসের প্রার্থী আছেন ৬৭ জন। বাকি বড় বড় আঞ্চলিক দলের প্রার্থী ও নির্দল প্রার্থীরা ভোটে লড়ছেন। সকালের দিকে প্রথম দুই ঘণ্টায় গড়ে ভোট পড়ে মাত্র ১০ শতাংশ। তারপর অবশ্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছবিটা বদলাতে থাকে, বাড়ে ভোটদানের হার। দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হার বেড়ে হয় ৫১ শতাংশ। প্রতিটি পর্যায়ে ভোটদানের হারে এগিয়ে থাকে পশ্চিমবঙ্গ। দুপুর ৩টে পর্যন্ত বাংলায় ভোট পড়ে ৬৩.১১ শতাংশ।

মঙ্গলবার তৃতীয় দফায় ভাগ্য নির্ধারিত হবে একাধিক হেভিওয়েটের। প্রার্থীদের মধ্যে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম। আছেন অসামরিক উড়ান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শিবরাজ সিং চৌহান, পুরুষোত্তম রূপালা, বাসবরাজ বোম্মাই, জগদীশ সেত্তার।  ডিম্পল যাদব, দিগ্বিজয় সিং-এর ভাগ্য নির্ধারণ হয় এদিন।