Bangla Jago Desk: রাত পোহালেই ভোট। তার আগে ঝাড়খণ্ডে অ্যাকশনে ইডি। হিন্দু পরিচয়ের ভুয়ো আধার কার্ড তুলে দেওয়া হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে। এমনই মারাত্মক এফআইআর দায়ের হয়েছিল রাঁচির এক থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দু রাজ্যের মোট ১৭ টি জায়গায় চলছে তল্লাশি অভিযান।
[আরও পড়ুন: Maharashtra: ‘বিজেপির বিরুদ্ধে মিথ্যে প্রচার রাহুলের’, কমিশনে গেরুয়া শিবির]
জানা যায়, গত সেপ্টেম্বরে আর্থিক তছরুপের অভিযোগ দায়ের হয় রাঁচির একটি থানায়। অভিযোগ ওঠে, বাংলাদেশি এবং রোহিঙ্গা মেয়েদের পাচার করা হচ্ছে ঝাড়খণ্ডে। শুধু তাই নয়। তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে আধার কার্ড। নেপথ্যে রয়েছে বড় চক্র। বেশকিছু সিন্ডিকেটের মদতে দীর্ঘদিন ধরেই এই কাজ হয়ে আসছে বলে অভিযোগ করা হয়। ঠিক সেই অভিযোগের ভিত্তিতেই দু রাজ্যে তল্লাশি চালাচ্ছে ইডি।
[আরও পড়ুন: লক্ষ্য কর্মী সুরক্ষা, শান্ট ম্যানদের নিরাপত্তায় ‘ফোকাস’ শিয়ালদহ ডিভিশনের]
প্রসঙ্গত, ভোটের প্রচারে বিজেপি নেতাদের মুখে বারবারই শোনা গেছে অনুপ্রবেশ-ইস্যু। ভোটের জন্য অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে ঝাড়খণ্ডের সরকার, বেশকিছুদিন আগে প্রচারে এসে এই অভিযোগ তুলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। সরব হয়েছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। হুঙ্কার দিয়েছিলেন, ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে উল্টো করে ঝুলিয়ে রাখব’। আর এবার ভোট গ্রহণের একদিন আগে ইডির অভিযান ঘিরে ফের সরগরম ঝাড়খণ্ড।