সংগৃহীত
Bangla Jago Desk: আর মাত্র ৫ দিন তার পর পাঞ্জাবে শুরু পঞ্চায়েত নির্বাচন। কিন্তু নির্বাচন তো দূরের কথা মনোনয়ন পেশের আগেই বিতর্কে জড়িয়ে পড়লেন সরকার এবং বিরোধী পক্ষের দুই নেতা। সে বিতর্ক এতো দূর এগোল যে তার জেরে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল আপ নেতাকে। বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত আপ নেতা।
[ আরও পড়ুন: বেকারদের জন্য সুসংবাদ! কর্মী নিয়োগ SBI-এ]
চলতি মাসের ১৫ তারিখ পাঞ্জাবে পঞ্চায়েত নির্বাচন। আর মনোনয়ন পেশের শেষ সময় রয়েছে আগত সোমবার পর্যন্ত। কিন্তু এই মনোনয়ন পত্র পেশ করাকে ঘিরে রাজ্যের বহু এলাকায় ব্যাপক অশান্তির সৃষ্টি হয়েছে। রবিবার তুঙ্গে উঠল সেই অশান্তিই। বিডিও দপ্তরের সামনে এদিন বচসা দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত গুলিতে গিয়ে থামে এই ঝামেলা। জানা গিয়েছে, আপ নেতা মনদীপ সিং ব্রার সেই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন। এই দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় জালালাবাদের সরকারি হাসপাতালে। তবে তাঁর শারীরিক উন্নতির পরিবর্তে অবনতি ঘটছে।
বর্তমানে জালালাবাদের সরকারি হাসপাতাল থেকে আপ নেতাকে স্থানান্তর করে লুধিয়ানার মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু সেখানেও যথেষ্ট সংকটজনক অবস্থায় রয়েছেন তিনি।
[ আরও পড়ুন: কৃষ্ণগঞ্জের রায়চৌধুরী পরিবারের ঐতিহ্যবাহী পুজো, দেবীর দু’টো হাত বাদে বাকি হাত অদৃশ্য]
স্থানীয় আপ বিধায়ক জগদীপ কম্বোজ গোলডি অভিযোগ করেছেন, শিরোমণি অকালি দলের নেতা বরদেব সিং মান এদিন বিডিও দপ্তরের সামনে গুলি চালিয়েছেন। বরদেবের এদিন আসার বিষয়ে জানা গিয়েছে, তিনি একটি স্কুল সংক্রান্ত ফাইলে সই করানোর জন্য বিডিও দপ্তরে এসেছিলেন। সঙ্গে অকালি দলের কিছু নেতাও এসেছিলেন। কিন্তু সেই ফাইলে সই করতে রাজি হননি বিডিও অফিসার। তাতে ক্ষুব্ধ হয়ে ওঠেন অকালি নেতা। এরপর যখন বিডিও দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় মুখোমুখি হন আপ নেতা ও বরদেব। তারপর তাদের মধ্যে শুরু হয় বচসা। বচসা বাড়তেই গুলি চালাতে আরম্ভ করেন বরদেব। আর সে গুলির জেরেই আহত হয়েছেন আপ নেতা।