ad
ad

Breaking News

UK's F-35B

UK’s F-35B: হাইড্রোলিক বিকল, যুদ্ধবিমান আটকে কেরলে — শেষমেশ ফিরছে ব্রিটেনে

অবশেষে সামনে আসছে সেই যুদ্ধবিমান সরিয়ে নেওয়ার খবর। ওই বিমানের মেরামত ভারতে কোনও ভাবেই সম্ভব নয় বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে।

UK's F-35B stranded in Kerala to be airlifted back

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: দুসপ্তাহেরও বেশি সময় ধরে রানওয়েতে দাঁড়িয়ে ছিল ব্রিটিশ এফ-৩৫বি যুদ্ধবিমান। কেরলের তিরুবনন্তপুরম বিমানবন্দরে ধরা পড়েছিল এই ছবি। অবশেষে সামনে আসছে সেই যুদ্ধবিমান সরিয়ে নেওয়ার খবর। ওই বিমানের মেরামত ভারতে কোনও ভাবেই সম্ভব নয় বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে। যার জেরে সেটিকে অতি দ্রুত এয়ারলিফট করে ব্রিটেনে ফিরিয়ে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়। জানা যায়, সুবিধার কথা চিন্তা করে ওই বিমানটিকে একাধিক অংশে ভাঙা হতে পারে বলেও সূত্রের খবর (UK’s F-35B)।

আরও পড়ুনঃ Summer office wear: ভ্যাপসা গরমে অফিসেও থাকুন ‘স্মার্ট কুল’—জেনে নিন ৫টি সহজ টিপস!

প্রসঙ্গত, সম্প্রতি ‘এইচএমএস প্রিন্স অফ ওয়েলস’ যোগদান করেছিল ভারত মহাসাগরীয় এলাকার একটি যৌথ মহড়ায়। এই এফ-৩৫বি তারই একটি অঁশ হিসেবে উড়েছিল আকাশে। গত ১৪ জুন এই যুদ্ধ বিমানটি ভারত মহাসাগরের উপর দিয়ে ওড়ার সময় জ্বালানিতে টান পড়তে শুরু করে আচমকাই। তারপরই উড়ানটি জরুরি অবতরণ করেছিল কেরলের তিরুবনন্তপুরম আন্তর্জাতির বিমান বিমানবন্দরে। তবে সেই বিষয়টি ক্রমশই জটিল হতে শুরু করে। পরবর্তীতে ওই বিমানের হাইড্রোলিকে কিছু সমস্যা ধরা পড়ে (UK’s F-35B)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

জানা যায় কোনও যুদ্ধবিমানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল এই হাইড্রোলিক। কারণ পাইলট এই হাইড্রোলিকের সাহা্যেই ব্রেক, ল্যান্ডিং গিয়ার ও বিমানের উড়ান নিয়ন্ত্রন করে। সেই হাইড্রেলিকেই দেখা যায় সমস্যা। সেই থেকে দু সপ্তাহেরও বেশি সময় ধরে রানওয়েতেই দাঁড়িয়েছিল ওই বিমান। এমন পরিস্থিতিতে ৪০ জনের একটি একটি দল ব্রিটেন থেকে পাঠানো হয়েছিল সেটি মেরামত করার জন্য। একাধিক পরীক্ষার পর অবশেষে জানা গিয়েছিল এই বিমানের মেরামত সম্ভব নয় ভারতে (UK’s F-35B)।