চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: শান্তির পথে হাঁটার ইঙ্গিত দিয়েও থামল না রক্তপাত। ছত্তীসগঢ়ের বস্তারে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে মৃত্যু হল দুই মাওবাদীর। সপ্তাহখানেক আগেই মাওবাদীরা শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছিল। তারই মাঝে কোন্ডাগাঁও ও নারায়ণপুর জেলার সীমানায় জঙ্গলে চালানো তল্লাশি অভিযানে ঘটে এই সংঘর্ষ।
রাজ্য পুলিশের তথ্য অনুযায়ী, নিহত দুই মাওবাদীর নাম হালদার ও রামে। হালদার ছিলেন পূর্ব বস্তার ডিভিশনের কমান্ডার, আর রামে ছিলেন এলাকা কমিটির সদস্য। তাঁদের মাথার উপর যথাক্রমে ৮ লক্ষ ও ৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা ছিল।
বস্তার রেঞ্জের ডিআইজি সুন্দররাজ পি জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় কিলাম-বারগুম গ্রামে যৌথ বাহিনীর তল্লাশি অভিযানের সময় আচমকা মাওবাদীরা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলিতে মৃত্যু হয় দু’জনের। ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল-সহ বেশ কয়েকটি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে।
এই অভিযানে অংশ নেয় রাজ্য পুলিশ, ডিআরজি ও বস্তার ফাইটার্সের যৌথ বাহিনী। এখনও পর্যন্ত ঘটনাস্থলে তল্লাশি চলছে।
উল্লেখযোগ্যভাবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের মার্চের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করার ডাক দিয়েছেন। সেই লক্ষ্যেই ছত্তীসগঢ়ে চলছে একের পর এক অভিযান। এ বছরেই মাওবাদী দমন অভিযানে প্রাণ হারিয়েছে অন্তত ১৪০ জন মাওবাদী।