চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: উত্তরপ্রদেশের ফতেপুর জেলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মঙ্গলবার ভোরে সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িতে দ্রুতগতিতে এসে ধাক্কা মারে আরেকটি মালগাড়ি। সংঘর্ষের ফলে দুটি ট্রেনের চালক গুরুতর আহত হয়েছেন এবং একাধিক বগি লাইনচ্যুত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ ফতেপুরের শুজাতপুর ও রুসালাবাদ স্টেশনের মাঝে ডেডিকেটেড ফ্রেট করিডরে (ডিএফসি) এই দুর্ঘটনা ঘটে। একটি মালগাড়ি সিগন্যাল না পেয়ে লাইনে দাঁড়িয়ে ছিল, তখনই পিছন থেকে আরেকটি মালগাড়ি সেটিকে সজোরে ধাক্কা মারে। এই করিডর শুধুমাত্র মালগাড়ির জন্য নির্দিষ্ট থাকায় কোনও যাত্রীবাহী ট্রেনের চলাচলে প্রভাব পড়েনি।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার ফলে দুটি ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়েছে এবং দ্রুত উদ্ধারকাজ শুরু হয়েছে। রেল পুলিশ ও আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। প্রাথমিক অনুমান, দ্বিতীয় ট্রেনের চালক কোনোভাবে সিগন্যাল উপেক্ষা করায় এই দুর্ঘটনা ঘটেছে। আহত চালক ও সহ-চালকদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই দুর্ঘটনার পর ভারতীয় রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। সম্প্রতি একাধিক রেল দুর্ঘটনা ঘটায় যাত্রী ও বিশেষজ্ঞরা রেলের সিগন্যালিং এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নতির দাবি তুলেছেন। তদন্ত শেষ হলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।