চিত্র : প্রতীকী
Bangla Jago Desk: মঙ্গলবার ছত্তিশগড়ের বিলাসপুরে যে ট্রেন দুর্ঘটনা হয়েছে, তা নিয়ে আতঙ্কিত গোটা দেশ। সেই রেশ কাটতে না কাটতেই উঠে এলো আরও এক দুর্ঘটনার খবর। এবারের ঘটনাস্থল যোগীরাজ্য উত্তরপ্রদেশ। কী ঘটেছে সেখানে? রেললাইন পার হওয়ার সময়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন একাধিক পুণ্যার্থী। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে এবং তা কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মির্জাপুরে।
জানা গিয়েছে, এদিন সকালে একদল পুন্যার্থী চোপান থেকে বারাণসী যাচ্ছিলেন গঙ্গাস্নানের পর। চুলার স্টেশনে নামেন তাঁরা গোমহ-প্রয়াগরাজ এক্সপ্রেস থেকে। তারপর পার করার চেষ্টা করেন রেললাইন। তখনই সেই লাইনে ঝড়ের গতিতে আসছিল কালকা-হাওড়া নেতাজি এক্সপ্রেস এবং ধাক্কা মেরে চলে যায় তাঁদের। পুণ্যার্থীদের দেহ রীতিমতো ছিন্নভিন্ন হয়ে যায়। বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্র দাবি করেছে যে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। যদিও সরকারিভাবে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি হতাহতের বিষয়ে। তবে আশঙ্কা করা হচ্ছে যে মৃতের সংখ্যা প্রচুর হতে পারে।
ঘটনা জানাজানি হতেই দুঃখপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং তড়িঘড়ি স্থানীয় কর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারের চেষ্টা চলছে মৃতদেহগুলি। যদিও এই জাতীয় ঘটনা এই প্রথমবার নয়, এর আগেও অনেকবার ঘটেছে, যা জানতে পেরে রীতিমতো আঁতকে উঠেছিল গোটা দেশ।