গ্রাফিক্স চিত্র
Bangla Jago Desk : দেশের দুটি রাজ্যের মুখ্যমন্ত্রী আজ শপথ গ্রহণ করতে চলেছেন। ইতিমধ্যেই প্রস্তুতি চূড়ান্ত। শুধু দুই মুখ্যমন্ত্রী নন, সেই সঙ্গে মন্ত্রিসভার অনেক সদস্যও শপথ গ্রহণ করবেন। লোকসভা নির্বাচনের সঙ্গেই অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এই দুই রাজ্যে আজ মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবে। দুই রাজ্যেই এবার পালা বদল ঘটেছে। ওড়িশায় বিজু জনতা দল সরকারের পতন ঘটেছে। এবার ক্ষমতা দখল করেছে বিজেপি।
[ আরও পড়ুন – Jammu & Kashmir : তিনদিনে দ্বিতীয়বার উপত্যকায় জঙ্গি হামলা]
অন্যদিকে অন্ধ্রপ্রদেশেও ক্ষমতার বদল হয়েছে। তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। এবারের বিধানসভা নির্বাচনে টিডিপির সঙ্গে জোট বেধেছিল বিজেপি ও অভিনেতা তথা রাজনীতিক পবন কল্যাণের জনসেনা দল। ওয়াই এস আর কংগ্রেসকে ধরাশায়ী করে জোট ক্ষমতায় আসে। একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তেলেগু দেশম পার্টি বা টিডিপি। মুখ্যমন্ত্রী হিসাবে চন্দ্রবাবু নাইডু আজ শপথ গ্রহণ করবেন। উপমুখ্যমন্ত্রীর দাবি জানিয়েছেন পবন কল্যাণ। তবে এখনো পর্যন্ত নিশ্চিত নয় তা টিডিপি মেনে নিচ্ছে কিনা। মুখ্যমন্ত্রী ছাড়াও বেশ কয়েকজন মন্ত্রী এদিন শপথ গ্রহণ করবেন।
[ আরও পড়ুন – Big Breaking : গুলির শব্দে ফের কেঁপে উঠলো জম্মু-কাশ্মীর, আতঙ্কে গ্রামবাসীরা]
ওড়িশায় এককভাবে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। কে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন তা নিয়ে জোর চর্চা চলছিল। কেওনঝড়ের চারবারের বিধায়ক তথা বিজেপির আদিবাসী মুখ মোহন চরণ মাঝির নাম চূড়ান্ত করে বিজেপি। আজ ওড়িশার কুর্সিতে বসতে চলেছেন তিনি। ওড়িশার উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন পাটনাগড়ের ছ’বারের বিধায়ক কনক বর্ধন সিং ও নিমাপাড়া বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক প্রভাতী পারিদা। ভুবনেশ্বরের জনতা ময়দানে আজ বিকাল ৫ টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ওড়িশা প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়েক।