ad
ad

Breaking News

Fire in Delhi

আলোর উৎসবে পুড়ল রাজধানী দিল্লি, অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু তিনজনের

আলোর উৎসবে পুড়ল রাজধানী দিল্লি। ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ৩২০ টি জায়গায় আগুন লাগার খবর পৌঁছয় দমকল বিভাগে।

Three people died in fires in different parts of the capital

Bangla Jago Desk: আলোর উৎসবে পুড়ল রাজধানী দিল্লি। ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ৩২০ টি জায়গায় আগুন লাগার খবর পৌঁছয় দমকল বিভাগে। রাজধানীর বিভিন্ন প্রান্তে অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে তিনজনের। সেইসঙ্গে প্রত্যাশা অনুযায়ী, দীপবালির পরের দিন সকালেই দিল্লির বাতাসের মান অত্যন্ত খারাপ। আলোর উৎসবেই রাজধানীজুড়ে অগ্নিকাণ্ডের খবর। দিল্লির ৩২০ টি জায়গা থেকে আগুন লাগার খবর পৌঁছয় দমকল বিভাগে। গত  ১০ বছরে যা নজির।

[আরও পড়ুনঃ বাংলা ভাষাকে অসম্মান, রবি ঠাকুরের গান নিয়ে মশকরা! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শ্রীজাতের

দিল্লির দমকল সূত্রে খবর, আগুনে ঝলসে গুরুতর আহচতের সংখ্যা ১২। দিল্লির দমকল  বিভাগের ডিরেক্টর জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত কিছু ঘণ্টার মধ্যে  ১৫৮ টি অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। গত বছরের তুলনায়  যা ৫৩ শতাংশ বেশি।  এই অগ্নিকাণ্ডের জেরে অন্ততপক্ষে ৩ জনের মৃত্যুর খবরও পাওয়া যায়। গুরুতর আহত আরও ১২ জন। এমনকি বেশ কয়েকটি পোষ্য ফ্ল্যাটবন্দি থাকা অবস্থাতেও মারা গিয়েছে বলে খবর।

তবে চলতি বছর দিল্লির দমকল বিভাগে দিপাবলীর জেরে মোতায়েন ছিল বাড়তি বাহিনী। যার কারণে আগুন লাগার খবর সামনে আসলেও তা ততখনাত সামাল দেওয়া যায়। বাজি ভর্তি ডিটিসি বাসেও ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। সেই আগুনও দমকলের সাহায্যেই নিয়ন্ত্রনে আসে। অন্যদিকে অশঙ্কাকে সত্যি করেই দীপবলির পরের দিন সকালে দিল্লির বাতাসেরহ মান হয় অত্যন্ত খারাপ। শুক্রবার সকালেই ৩৫৯-এ পৌঁছয় পৌঁছে যায় বাতাসের একিউআই। শব্দবাজি মজুত থেকে য়শুরু করে বানানোর উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও  বাজি পুড়েছে রাজধানী দিল্লিতে।

[আরও পড়ুনঃ New Rules: ১ নভেম্বর থেকে বদল আসছে এই সমস্ত পরিষেবায়, জানুন বিস্তারিত