ad
ad

Breaking News

New Criminal Law

New Criminal Law: দেশে লাগু হয়ে গেল নতুন তিনটি ফৌজদারি আইন  

নতুন আইনে নারী সুরক্ষা এবং নারীদের ওপর হওয়া অপরাধের ক্ষেত্রে বিধি আরও কঠোর করা হয়েছে।

Three new criminal laws were implemented in the country

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : দেশে লাগু হয়ে গেল তিনটি নতুন ফৌজদারি আইন।  ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম কার্যকর হয়েছে ১ জুলাই ২০২৪ থেকে। এই দুটি বিল সংসদের শীতকালীন অধিবেশনে পাস হয়। যা নিয়ে অনেক বিতর্ক হলেও শেষপর্যন্ত এই আইন কার্যকর হল। 

নতুন আইনে ধর্ষণের জন্য ধারা ৩৭৫ এবং ৩৭৬ ধারা ৬৩ দ্বারা প্রতিস্থাপিত হবে। ৩০২ ধারার পরিবর্তে গণধর্ষণের জন্য ৭০ ধারা এবং হত্যার জন্য ১০১ ধারা থাকবে। ভারতীয় ন্যায় সংহিতায় ২১টি নতুন অপরাধ যুক্ত করা হয়েছে। যার মধ্যে একটি হল গণপিটুনি। ৪১টি অপরাধে সাজা বাড়ানো হয়েছে। এছাড়া আরও ৮২টি অপরাধের শাস্তি বাড়ানো হয়েছে।

[ আরও পড়ুন : Uttarakhand: ভয়ঙ্কর! টানা বৃষ্টিতে রুদ্ররূপে গঙ্গা,হরিদ্বারে ভেসে গেল বহু গাড়ি

নতুন কোনও অভিযোগ আইপিসি অনুসারে আর দায়ের করা যাবে না। ফলে পুলিশ, আইনজীবী থেকে বিচার বিভাগকে নতুন ও পুরনো দু’টি আইনই মাথায় রাখতে হবে।  এই নয়া আইনে এফআইআর থেকে শুরু করে আদালতের বিচার প্রক্রিয়া থাকবে অনলাইনে। বছরের পর বছর মামলা চালানো যাবে না। বিচারপ্রক্রিয়া তিন বছরের মধ্যে বাধ্যতামূলক ভাবে শেষ করতে হবে।

এই আইন এখনই কার্যকর না করা জন্য কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন বাংলার প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের শীর্ষ আদালতে এই সংক্রান্ত মামলা ঝুলে আছে। নয়া আইন প্রয়োগের বিরুদ্ধে প্রতিবাদে পথে নামতে দেখা গিয়েছে আইনজীবীদেরও। ব্রিটিশ আমলে তৈরি নিয়মে এতদিন বিচার হতো। এবার থেকে বিচার হবে ভারতের নতুন আইন। কেন্দ্র দাবি করেছে, এত দিন আইনে সাজার কথা বলা ছিল। এ বার নতুন আইনের নামের মধ্য দিয়েই সাধারণ মানুষ যাতে ন্যায় পান সেই ভাবনা প্রকাশ পেয়েছে।

[ আরও পড়ুন : Today Horoscope: সপ্তাহের প্রথম দিনে সুনফা যোগ, শিক্ষাক্ষেত্রে সফল হবে এই ৫ রাশি

নতুন আইনে নারী সুরক্ষা এবং নারীদের ওপর হওয়া অপরাধের ক্ষেত্রে বিধি আরও কঠোর করা হয়েছে। নয়া আইনে নাবালিকা ধর্ষণে সাজা হবে মৃত্যুদণ্ড অথবা আজীবন কারাদণ্ড। গণধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম ২০ বছর থেকে আজীবন কারাবাসের সাজার কথা বলা হয়েছে নয়া আইনে। যৌন অপরাধের শিকার হওয়া নির্যাতিতার বয়ান নেওয়া হবে তাঁরই বাড়িতে। মহিলা ম্যাজিস্ট্রেটের সামনে সেই বয়ান লিপিবদ্ধ করার কথা বলা হয়েছে নয়া আইনে।