ad
ad

Breaking News

Delhi Incident

Delhi Incident: একই ঘর থেকে উদ্ধার ৩ যুবকের মৃতদেহ, হাসপাতালে চিকিৎসাধীন ১

পুলিশ সূত্রে  খবর, আচমকাই পুলিশের কাছে জিশান নামের ব্যক্তির ফোন যায়। যার বাড়ি ডেইরি এলাকাতে।

Delhi Incident Three Found Dead in Delhi Room

চিত্র: প্রতীকী

Bangla Jago Desk: দিল্লিতে একই ঙর থেকে উদ্ধার তিনজনের দেহ। অবচেতন থাকা অবস্থায় উদ্ধার করা হয় একজনকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সমগ্র ঘটনার তদন্তে পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে  খবর, আচমকাই পুলিশের কাছে জিশান নামের ব্যক্তির ফোন যায়। যার বাড়ি ডেইরি এলাকাতে। তাঁর কথা থেকে জানা যায়, ফোন ধরছে না তাঁর দাদা। ওই ব্যক্তির কাছ থেকে পাওয়া ঠিকানায় পৌঁছে পুলিশ দেখতে পান দরজা বন্ধ অবস্থায় রয়েছে ওই ঘরটি। সেই বন্ধ দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা চালায় পুলিশ। ঘরে প্রবেশ করতেই অবচেতন অবস্থায় চারজন যুবককে অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে আম্বেদকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় (Delhi Incident)।

আরও পড়ুনঃ Ghatal Masterplan: ঘাটাল মাস্টারপ্ল্যান কার্যকরে জোর , জমি অধিগ্রহণের নীতিতে পরিবর্তন আনল প্রশাসন

সেখানেই চিকিৎসকদের তরফ থেকে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। সেই সঙ্গে ট্রমা সেন্টারে স্থানান্তরিত কররা হয় একজনকে। সেখানেই তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। মৃত তিনজনের মধ্যে ইতিমধ্যেই দুজনের নাম পরিচয় জানা গিয়েছে। মৃতদের মধ্যে একজন ইমরান ওরফে সলমন এবং মহসিন। অপর জনের নাম পরিচয় এখনও পর্যন্ত অজানা বলে পুলিশ সূত্রে খবর। সেইসঙ্গে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক যুবক। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, এই চার যুবকই কাজ করতেন এস মেকানিক হিসেবে। তবে এখনও পর্যন্ত মৃত্যু সঠিক কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। শুরু হয়েছে পুলিশ তদন্ত (Delhi Incident)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/