ad
ad

Breaking News

Private Train

Private Train : এই প্রথমবার দেশের মাটিতে চাকা গড়াবে বেসরকারি ট্রেনের! কবে থেকে শুরু হচ্ছে এই প্রাইভেট ট্রেন? ভাড়াই বা কত? জানুন

বিলাস বহুল এই ট্রেনে যাত্রী স্বাচ্ছন্দ মিলবে বলে মনে করছে ভারতীয় রেল। 

This is the first time in the country private train! When is this private train starting? How much is the rent? get to know

Bangla Jago Desk : দেশের মাটিতে চাকা গড়াবে এবার বেসরকারি ট্রেনের। আগামী মাসের শুরুতে কেরল থেকে চালু হচ্ছে প্রাইভেট ট্রেন। গোয়া অযোধ্যা মুম্বাই রুটে প্রাথমিকভাবে চালানো হবে এই ট্রেন। দশ বছর বয়সীদের লাগবে না কোন ভাড়া। বিলাস বহুল এই ট্রেনে যাত্রী স্বাচ্ছন্দ মিলবে বলে মনে করছে ভারতীয় রেল।

আগামী মাসেই চাকা গড়াবে বেসরকারি ট্রেনের। ভারতীয় রেলের সঙ্গে পিপিপি মডেলের এই ট্রেন চালানো হবে। প্রাথমিকভাবে এই ট্রেন চালানো হবে কেরলের তিরুঅনন্তপুরম থেকে। ভারতীয় রেলে এবার শুধু সরকারি নয় বেসরকারি ট্রেন চড়তে পারবেন যাত্রীরা। আগামী ৪ জুন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে দেশের প্রথম বেসরকারি ট্রেন। ভারতীয় রেলের গৌরব যাত্রা নামক উদ্যোগের অধীনে এই ট্রেন চলবে। গোটা ব্যবস্থাপনার দায়িত্ব সামলাবে,  প্রিন্সি ওয়ার্ল্ড ট্রাভেলস ও গ্লোবাল রেলওয়েজ প্রাইভেট লিমিটেড নামে দুই সংস্থা। আপাতত কেরল থেকে বারোটি ট্রেন চালানো হবে। বিভিন্ন জায়গায় যাত্রীদের ভ্রমণের জন্য থাকছে বিভিন্ন রকমের প্যাকেজ। গোয়া, অযোধ্য, মুম্বাই একাধিক রুটি চলবে এই ট্রেন। কেরল থেকে মুম্বাই বা গোয়া যাওয়ার খরচ হবে ১৩৯৯৯ টাকা থেকে ১৮৮২৫ টাকা। যাত্রীদের পরিষেবার ওপর দাম ধার্য হবে।

অন্যদিকে প্রাইভেট ট্রেনে অযোধ্যা যেতে খরচ পড়বে ৩০ হাজার ৫৫০ থেকে ৩৭ হাজার ১৫০ টাকা। এই ট্রেনে চেপে আপনি পৌঁছে যেতে পারেন বারানসি ও প্রয়াগরাজ। গোটা ট্রেনটিতে থাকছে দুটি স্লিপার ক্লাস, 11 টি থার্ড এসি ও দুটি সেকেন্ড ক্লাস এসি কোচ। একই সঙ্গে মোট 750 জন লোক যাত্রা করতে পারবেন এই বেসরকারি ট্রেনে। তবে খুশির খবর ১০ বছর কম বয়সীদের কোন ভাড়া লাগবে না এই বেসরকারি ট্রেনে। একই সঙ্গে এই বেসরকারি ট্রেডে থাকবে চিকিৎসক। যাত্রীসংখ্যা বাড়লে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা জানিয়েছেন প্রিন্সি ওয়ার্ল্ড ট্রাভেলস এর ডিরেক্টর। বিলাসবহুল এই ট্রেনে যাত্রী সাচ্ছন্দ্য মিলবে বলেই মনে করছে ভারতীয় রেল।