সংগৃহীত
Bangla Jago Desk: স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে চলছে জোর কদমে প্রস্তুতি। কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠিত হবে ৭৮ তম স্বাধীনতা দিবস। তার আগে এবার বিশেষ ভাবনা চিন্তা করা হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তরের তরফ থেকে। এবারে বিশেষ চার শ্রেণীকে জায়গা দেওয়া হবে এই অনুষ্ঠানে। এই চার বর্ণের মাঝে রয়েছে দরিদ্র, যুবক, কৃষক ও নারীদের প্রতিনিধি।
[ আরও পড়ুন: Bihar: বাবার মাথায় জল ঢালতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, বিহারে মৃত সাত]
এছাড়াও এবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই চার ক্যাটাগরির প্রায় চার হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। সবমিলিয়ে সাজো সাজো রব দিল্লিতে।প্রধানমন্ত্রী মোদির বিশেষ অতিথিদের এগারোটি বিভাগে ভাগ করা হয়েছে। সবাইকে ডাকার দায়িত্ব দেওয়া হয়েছে কৃষি ও কৃষক কল্যাণ, যুব বিষয়ক, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়কে।
এগুলি ছাড়াও পঞ্চায়েত রাজ এবং গ্রামীণ উন্নয়ন, উপজাতি বিষয়ক, শিক্ষা এবং প্রতিরক্ষা মন্ত্রকও অতিথিদের তালিকা তৈরি করেছে। প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে জানা গিয়েছে , যেহেতু সদ্য শেষ হয়েছে অলিম্পিক্স তাই অলিম্পিকদের প্রতিনিধিদেরকে এবার এই অনুষ্ঠানে থাকার কথা বলা হয়েছে । অংশগ্রহণ করতে পারেন তারা।
২৮শে জুলাই তার ১১২তম ‘মন কি বাত’ প্রোগ্রামে, প্রধানমন্ত্রী মোদী স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তেরঙা অভিযান’-এ অংশগ্রহণ করার জন্য সমস্ত দেশবাসীকে আবেদন করেছিলেন। আজ ১২ তারিখ। এরপর যতদিন গড়াচ্ছে ততই যেন উত্তেজনার পারদ চড়ছে আমজনতার মধ্যে। দিল্লির রাজপথ সেজে উঠছে ।