ad
ad

Breaking News

Lucknow

Lucknow: চুরি করতে এসে ঘুমিয়ে পড়ল চোর, পরের দিন সকালে হাতেনাতে গ্রেফতার পুলিশের

এমনই মজাদার ঘটনা ঘটেছে গাজীপুর থানার আওতাধীন ইন্দিরা নগরের সেক্টর ২০ তে

The thief fell asleep while stealing, and was arrested by the police the next morning

গ্রাফিক্স চিত্র

Bangla Jago Desk : লখনৌতে এক ডাক্তারের বাসভবনে ঢুকে পড়ে একটি চোর। চুরির উদ্দেশ্যে ঢুকলেও চরম নেশাগ্রস্থ থাকায় ডাক্তারের বাড়িতেই শেষমেষ ঘুমিয়ে পড়ে ওই চোর। কিন্তু সেই রাতটা কেটে গেলেও পরের দিন সকালে হলো বিপত্তি। পরের দিন সকালে ঘুম থেকে উঠলে তার আশেপাশে পুলিশ দেখতে পায় সে। রীতিমতো হতবাক হয়ে যায় সেই চোরটি। এমনই মজাদার ঘটনা ঘটেছে গাজীপুর থানার আওতাধীন ইন্দিরা নগরের সেক্টর ২০ তে।

[ আরও পড়ুন – Amul Milk: ভোট মিটতেই মহার্ঘ দুধ, লিটার প্রতি কত দাম বাড়লো? ]

জানা যাচ্ছে লখনৌয়ের ইন্দিরা নগর সেক্টর ২০ তে সুনীল পান্ডে বলে একজন ডাক্তারের বসবাস। বলরামপুর হাসপাতালে কর্মরত মিস্টার পান্ডে বর্তমানে বসবাস করেন বারানসিতে। বাড়িটি বেশিরভাগ সময় খালি থাকে। কিন্তু এমনই খালি বাড়িতে হঠাৎ একদিন সকালে দরজা খোলা দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। তারা বাড়িটির ভেতরে ঢুকে খোঁজ নিতেই দেখেন পুরো বাড়িতে লুটপাট করা হয়েছে। চারিপাশে ছড়িয়ে রয়েছে বাড়ির অন্যান্য আসবাবপত্র। তড়িঘড়ি গাজীপুর পুলিশকে ডেকে পাঠানো হয়। পুলিশ এসে চোরকে দেখতে পায় ঘুমন্ত অবস্থায়। নাম কপিল। সেই মুহূর্তেই তাকে গ্রেফতার করা হয়। এবং চুরির জন্য IPC 379 A ধারার অধীনে মামলা করা হয় তার নামে।

[ আরও পড়ুন – Lok Sabha Election 2024: গণনার আগে কমিশনের সাংবাদিক সম্মেলন, তাকিয়ে  সারা দেশের মানুষ ]

প্রসঙ্গত গাজীপুর পুলিশ স্টেশনের হাউজ অফিসার অর্থাৎ এসএইচও বিকাশ রায় বলেছেন, এই ঘটনার পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। কর্মকর্তাদের মতে চটি জলের পাম্পের সাথেও কারচুপি করেছে। কিন্তু তিনি নেশাগ্রস্ত থাকা একেবারে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। কর্মকর্তারা আরো বলেন চোরটি আলমারি ভেঙে নগদ টাকা সহ অনেক কিছুই হাতিয়ে নিয়েছে। শুধু তাই নয় চোরটি ওয়াটার পাম্প, গ্যাস সিলিন্ডার থেকে ওয়াশিন মেশিনও চুরি করার চেষ্টা করছিল। কর্মকর্তাদের কথায় অনেক কিছু হাতিয়ে নেওয়ার পরে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ায় বাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়ে চোর।