ad
ad

Breaking News

Delhi

ধোঁয়ার চাদরে ঢাকা দিল্লির আকাশ

দিওয়ালির সকালেই ধোঁয়াশায় ঢাকা দিল্লির আকাশ। নামল বাতাসের গুণগত মান। স্বাভাবিকভাবেই আশঙ্কায় রাজধানীর নাগরিকরা।

The sky of Delhi is covered with smog on the morning of Diwali

Bangla Jago Desk: দিওয়ালির সকালেই ধোঁয়াশায় ঢাকা দিল্লির আকাশ। নামল বাতাসের গুণগত মান। স্বাভাবিকভাবেই আশঙ্কায় রাজধানীর নাগরিকরা। যদিও প্রতিবারের মতোই এবছরও আতশবাজি বিক্রি থেকে শুরু করে মজুত ও বানানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে দূষণ নিয়ন্ত্রন কমিটি। প্রত্যেক বছরই শীতের মরসুম শুরুর আগে দিল্লির বাতাসের গুণগতমান ক্রমশ খারাপের দিকে পৌঁছতে শুরু করে। এবারও শীতের স্পেল শুরুর আগেই দিল্লির বাতাসের গুণমান এগোচ্ছে অতি খারাপের দিকে।

[আরও পড়ুনঃ সত্যিই বড় নৈহাটির বড়মা, এখন জমজমাট কালীক্ষেত্র নৈহাটি

এই ছবি কেবল দিল্লিতেই নয়, নয়ডা, গাজিয়াবাদ সহ আশেপাশের এলাকাগুলিতেও। প্রায় প্রতিদিন সকালেই ধোঁয়ায় ঢাকছে শহর। দীপাবলির সকালের ছবিটা আলাদা কিছুই নয়। অত্যন্তই খারাপ পর্যায়ে গুণগত মান। সেখানকার একিউআই ৩২৮। আনন্দবিহারের বাতাসের গুণগত মানও খুবই খারাপ পর্যায়ে রয়েছে।  ৪১৯-এ পৌঁছে যায় আনন্দবিহারের একিউআই। রাজধানীর বাতাসের গুণগত মানের অবস্থা এতোটা খারাপ হওয়ায় স্বাভাবিকভাবে আশঙ্কায় দিন কাটাচ্ছেন সেখানকার নাগরিক সমাজ।

দীপাবলির সকালেই যদি রাজধানীর গুণগত মান এতোটা খারাপের দিকে থাকে, সেক্ষেত্রে রাতের পরিস্থিতি ঠিক কোন  পর্যায়ে পৌঁছতে চলেছে, উঠছে সেই প্রশ্নও। তবে এই দীপাবলির কথা মাথায় রেখেই একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। প্রতি বছরের মতোই এবছরও আতসবাজি থেকে শুরু করে শব্দবাজি বিক্রি, মজুত ও বানানোর উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লির দূষণ নিয়ন্ত্রন কমিটি। এমনকি অনলাইনে বাজি বিক্রিতেও প্রশাসনের নিষেধাজ্ঞা জারি ১লা জানুয়ারী পর্যন্ত।

[আরও পড়ুনঃViral Post: অমানবিক! কুকুরের লেজে বাজি জ্বালাল এক যুবক, দেখুন ভাইরাল ভিডিও