ad
ad

Breaking News

Gas Prices

নারী দিবসের সকালে সুখবর, কমলো রান্নার গ্যাসের দাম

রান্নার গ্যাসের দাম কমেছে ১০০ টাকা। ২০২৪ এর লোকসভা নির্বাচনের জন্য এটা একটা পদক্ষেপ হতে পারে কেন্দ্রীয় সরকারের।

The price of cooking gas has come down

Bangla Jago Desk : কিছু দিন আগেই কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। এবার কমানো হল রান্নার গ্যাসের দাম। নারী দিবসের সকালে এমনই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারে রান্নার গ্যাসের দাম কমেছে ১০০ টাকা। ২০২৪ এর লোকসভা নির্বাচনের জন্য এটা একটা পদক্ষেপ হতে পারে কেন্দ্রীয় সরকারের। টুইটে প্রধানমন্ত্রীর ঘোষণা, “আন্তর্জাতিক নারী দিবসে আমাদের সরকার এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে দেশের লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা লাঘব হবে। বিশেষভাবে উপকৃত হবে দেশের নারী শক্তি।” প্রধানমন্ত্রী বলেন,”রান্নার গ্যাসকে আরও সস্তা করে আমাদের সরকার দেশের সব পরিবারের স্বচ্ছ্বলতা এবং সুস্থ পরিবেশ রক্ষার কাজেও সাহায্য করার চেষ্টা করছি। এটা আমাদের নারীদের ক্ষমতায়ন এবং তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষে আরও একটা প্রচেষ্টা।”

 

 

প্রসঙ্গত গত ছ’মাসে এই নিয়ে দ্বিতীয়বার রান্নার গ্যাসের দামে বড়সড় কাটছাঁট করল কেন্দ্র। এর আগে গত ২৯ আগস্টে একধাক্কায় ২০০ টাকা করে রান্নার গ্যাসের দাম কমায় মোদি সরকার। সেবার উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকদের আরও ২০০ টাকা ভরতুকি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। তার সঙ্গে শুক্রবার আরও ১০০ টাকা করে দাম কমল। অর্থাৎ, আগস্ট মাসে যে দরে আমজনতাকে গ্যাস কিনতে হত, এখান তার চেয়ে ৩০০ টাকা কমে মিলবে সিলিন্ডার। আর উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকেরা আগস্টের থেকে ৫০০ টাকা কমে গ্যাস পাবেন।