ad
ad

Breaking News

বিহারে জনসংখ্যা

হুহু করে বাড়ছে বিহারে জনসংখ্যা ! জনগণনা নিয়ে বিতর্ক তুঙ্গে

Bangla Jago TV Desk : বিহারে জনসংখ্যা বেড়েই চলেছে। লাগাম টানতে কি করা দরকার, তার দাওয়াই দিতে গিয়ে ফাঁপরে পড়লেন নীতীশ কুমার। শালীনতার সীমা ছাড়ানোয় সমালোচনার ঝড় ওঠে। ইতিমধ্যে জনগণনা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। তার মাঝে এই নীতীশের অশালীন উবাচ,উচ্চকলরব তৈরি করে। কারণ  বিহার  সরকার অন্যান্য অনগ্রসর জাতি   ওবিসি এবং অতি অনগ্রসর জাতি বা ইবিসিদের […]

Bangla Jago TV Desk : বিহারে জনসংখ্যা বেড়েই চলেছে। লাগাম টানতে কি করা দরকার, তার দাওয়াই দিতে গিয়ে ফাঁপরে পড়লেন নীতীশ কুমার। শালীনতার সীমা ছাড়ানোয় সমালোচনার ঝড় ওঠে। ইতিমধ্যে জনগণনা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। তার মাঝে এই নীতীশের অশালীন উবাচ,উচ্চকলরব তৈরি করে। কারণ  বিহার  সরকার অন্যান্য অনগ্রসর জাতি   ওবিসি এবং অতি অনগ্রসর জাতি বা ইবিসিদের জন্য সংরক্ষণ ২৭ শতাংশ থেকে বাড়িয়ে ৪৩ শতাংশ করতে চাইছে। পাশাপাশি, তফসিলি জাতির সংরক্ষণ ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব রয়েছে।

আবার উলটো দিকে তফসিলি উপজাতির জনসংখ্যা কম থাকায় উপজাতির সংরক্ষণ অনেকটা কমিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু  জনসংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন বিভিন্ন সমাজবন্ধু সংগঠন। তার মাঝে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জনসংখ্যা নিয়ন্ত্রণে যৌন শিক্ষায় জোর দেন। তাতেই বাঁধে বিতর্ক। কেন বিহারের মুখ্যমন্ত্রী বিধানসভায় এই ধরণের মন্তব্য করেন তা নিয়ে বিরোধীরা সমালোচনার পাশাপাশি সরকারকে চেপে ধরেন। জনশিক্ষা না বাড়িয়ে এইধরণের অশালীন মন্তব্যের জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয় নীতীশ কুমারকে।চাপে পড়ে নীতিশ অবশ্য ঢোঁক গিললেন।নীতীশ কুমারের দাবি. যা বলেছি, তা ফেরত নিচ্ছি।

একইসঙ্গে বিহারের বর্ষীয়ান মুখ্যমন্ত্রীর মন্তব্য, তাঁর কথার ভুল অর্থ বের করা হয়েছে। যদিও তিনি ক্ষমা চাওয়ার পরও বিতর্ক থামছে না। মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি থেকে বিজেপি নেতা বিজয় সিনহা, প্রত্যেকেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। মহিলাদের যে জঘন্য ভাষায় তাঁকে আক্রমণ করা হয়েছে, তার তীব্র নিন্দা করে নীতীশের পদত্যাগ দাবি করছেন বিরোধীরা।জেডিইউ-আরজেডি জোটের মতে, রাজনৈতিক বিতর্ক তৈরি করে কোনও ফায়দা করতে পারবে না বিজেপি ও তার বন্ধুরা।

FREE ACCESS