ad
ad

Breaking News

RG Kar case

পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার, আরজি কর মামলায় আর কি জানাল সুপ্রিম কোর্ট

ফিরোজ এডুলজি বলেন, “ময়নাতদন্তের পুরো রিপোর্ট দয়া করে খতিয়ে দেখুন। ময়নাতদন্তের রিপোর্টে উপস্থিত চিকিৎসকরা একটি লবির।” 

the next hearing is next tuesday what else did the supreme court say in the RG Kar case

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : 

  • সুপ্রিম কোর্টে বসল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।
  • শুরু হল আরজি কর মামলার শুনানি। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি পর্বের শুরুতেই স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। মুখবন্ধ খামে জমা পড়া স্টেটাস রিপোর্ট খতিয়ে দেখছে প্রধান বিচারপতির বেঞ্চ।
  •  সিবিআই তদন্তেরও নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।
  • আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য একাধিক হাসপাতালে জুনিয়র ডাক্তারেরা কর্মবিরোধী ডাক দিয়েছেন। সোমবার রাজ্যের আইনজীবী জানান, চিকিৎসকেরা কাজ না করায় ২৩ জন মারা গিয়েছেন। জুনিয়রদের কর্ম বিরতির ২৩ জন রোগীর মৃত্যু চাঞ্চল্যকর দাবি রাজ্য স্বাস্থ্য দপ্তরের।
  • মুখবন্ধ খামে রিপোর্ট জমা করল সিবিআই।
  • ডিওয়াই চন্দ্রচূড় সোমবার শুনানি পর্বে জানতে চান, আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব কত? জবাবে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, “১৫-২০ মিনিটের পথ। চাইলে আপনারা রিপোর্টের সঙ্গে চার্টটি দেখতে পারেন।”
  • তুষার মেহতা অভিযোগ করেন, ‘এমনিতেই অনেক কিছু লুকানো হয়েছে’।
  • প্রধান বিচারপতি জানতে চান, অস্বাভাবিক মৃত্যুর মামলা কখন যুক্ত করা হয়েছিল।
  • রাজ্য জানায়, দুপুর একটা ৪৭ মিনিটে মৃত্যু শংসাপত্র দেওয়া হয়েছিল। এরপর দুপুর দুটো পঞ্চান্ন মিনিটে অস্বাভাবিক মৃত্যু মামলা যুক্ত করা হয়েছিল।
  • রাজ্য যে রিপোর্ট দিয়েছে সেটা ফাইল করা হয়নি। তাই আমরা তথ্য পাইনি রাজ্য যে রিপোর্ট দিয়েছে সেটা আমাদেরও দেয়া হোক লুকানোর কিছু নেই – তুষার মেহেতা।
  • সিসিটিভি ফুটেজ কি সিবিআইকে দেয়া হয়েছে প্রশ্ন ? প্রধান বিচারপতি।
  • রাত সাড়ে ৮.৩০ থেকে ১০:৪৫ এর মধ্যে এর আগেই ছবি তোলা হয়েছে : রাজ্য।
  • সিবিআইয়ের তরফে সলিসিটর জেনারেল সোমবার সুপ্রিম কোর্টে বলেন, “সকাল সাড়ে ৯টায় দেহ দেখতে পাওয়া গিয়েছিল। ফরেন্সিক রিপোর্ট বলছে, দেহ যখন পাওয়া গিয়েছিল, তখন তা অর্ধনগ্ন অবস্থায় ছিল। তাঁর দেহে ক্ষতচিহ্ন ছিল। ওই সব নমুনা এইমস বা অন্য কোনও ল্যাবরেটরিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিআই।”
  • আগামী সোমবার সিবিআইকে ফের তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বললেন, “ওপেন কোর্টে কিছু মন্তব্য করতে চাই না। যাতে তদন্তে প্রভাব পড়ে। আগামী সোমবার তদন্তের আবার স্টেটাস রিপোর্ট দিন।”
  •  ১৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।
  • আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত বিষয়ে রাজ্যের বিরুদ্ধে আবারও অসহযোগিতার অভিযোগ জানাল কেন্দ্র।
  • কেন্দ্রের তরফে সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে জানানো হয়, আরজি করে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু রাজ্য সহযোগিতা করছে না।
  • সোমবার প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছেন, স্বরাষ্ট্র দফতরের সিনিয়র অফিসার এবং সিআইএসএফের সিনিয়র অফিসারেরা আলোচনা করে পুরো বন্দোবস্ত করবেন। আদালতের নির্দেশ, সোমবারই রাত ৯টার মধ্যে নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় জিনিসপত্র সিআইএসএফকে দেবে রাজ্য।
  • সুপ্রিম কোর্টে সোমবার আইনজীবী ফিরোজ এডুলজি মন্তব্য করেন, “রাত পৌনে ১২টায় এফআইআর দায়ের হয়েছিল। গত ২৭ বছরের কর্মজীবনে আমি এমন মামলা দেখিনি।”
  • ফিরোজ এডুলজি বলেন, “ময়নাতদন্তের পুরো রিপোর্ট দয়া করে খতিয়ে দেখুন। ময়নাতদন্তের রিপোর্টে উপস্থিত চিকিৎসকরা একটি লবির।”