The Truth of Bengal: দেশের নাম থেকে ‘ইন্ডিয়া’ ছেটে ফেলে শুধুমাত্র ভারত করার লক্ষ্যে বড় পদক্ষেপ। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশাল রিসার্চ অ্যান্ড ট্রেন্ডিং বা এনসিইআরটির পাঠ্যবই থেকে এবার বাদ পড়তে চলেছে ‘ইন্ডিয়া’। তার বদলে ব্যবহার করা হবে ‘ভারত’ শব্দটি। এই প্রতিষ্ঠানের সমস্ত সদস্য এব্যাপারে সহমত পোষণ করছেন।NCERT’র সাত সদস্যের বিশেষজ্ঞ কমিটি সুপারিশ করেছে সমাজবিজ্ঞানের পাঠ্যবইয়ে আর ‘ইন্ডিয়া’ শব্দটি ব্যবহার করার দরকার নেই। বদলে সব জায়গায় সব ভাষায় ব্যবহার করা হোক ‘ভারত’ শব্দটি।
.এবার পাঠ্য বইয়ে বদলে যাচ্ছে দেশের নাম
.‘ইন্ডিয়া’-র বদলে এবার থেকে হবে ‘ভারত’
.নাম বদলের অনুমোদন দিল এনসিইআরটি
.উচ্চপর্যায়ের কমিটি সুপারিশ করেছিল এনসিইআরটি-কে
.সেই প্রস্তাবে এবার অনুমোদন দিল এনসিইআরটি
.এনসিইআরটি-র পাঠ্য পুস্তকে ‘ইন্ডিয়া’ নাম বদলে হবে ‘ভারত’
চলতি বছরের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের আয়োজনে সামনে এসেছিল ইন্ডিয়া-ভারত বিতর্ক। রাষ্ট্রপ্রধানদের নৈশাহারে আমন্ত্রণ জানাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তরফে পাঠানো আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’-র বদলে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ শব্দবদ্ধ ব্যবহার করা হয়েছিল। জি-২০ সম্মেলনে রাষ্ট্রপ্রধানদের নেমপ্লেটেও ‘প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া’-র বদলে ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ শব্দটি ব্যবহার করা হয়েছিল। দেশের নাম বদল নিয়ে বিতর্ক শুরু হতেই রাজনৈতিক তরজা সামনে আসে। সেই বিতর্কে এবার নয়া ইন্ধন দিল পাঠ্যবই থেকে ইন্ডিয়া শব্দটি ছেটে ফেলার উদ্যোগ শুরু হওয়ায়।
Free Access