চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk : কাঁদাই সার! অনবরত চোখ দিয়ে গড়াচ্ছে জল। তাকে শান্ত করার চেষ্টা এক সাক্ষাৎকার গ্রহণকারীর। কে কাঁদছেন? কেমনই বা কাঁদছেন? কথা হচ্ছে হরিয়ানার প্রাক্তন বিজেপি বিধায়ক শশীর অঞ্জন পারমার। সম্প্রতি এক সাক্ষাৎকার গ্রহণকারীর প্রশ্নে প্রাক্তন বিধায়ক কাঁদতে কাঁদতে বলেন, ” আমার এখন কি হবে”? অপরদিকে সাক্ষাৎকার গ্রহণকারী ক্রমেই তাকে সান্তনা দিয়ে চলেছেন। এরপর তিনি বলেন, ” মনকে শক্ত করুন। যা হওয়ার হয়ে গিয়েছে।”
এ কথা শুনে প্রাক্তন বিধায়ক শশীরঞ্জন জানান, ” আমার সঙ্গে এটা হবে কল্পনাও করতে পারিনি। অত্যন্ত ব্যথিত, হতাশ আমি। কোন ধরনের সিদ্ধান্ত এটা?” এরপর এর সাক্ষাৎকার গ্রহণকারী ব্যক্তি তাকে চুপ করতে বলেন।
[ আরও পড়ুন : জার্মানিতে আয়রন ম্যানের সম্মান লাভ, বিশ্বজয় জঙ্গলমহলের আদিবাসী যুবকের ]
হরিয়ানার বিজেপির প্রাক্তন বিধায়ক হলেন শশীরঞ্জন পারমার। সম্প্রতি এক বিশিষ্ট এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি। ক্যামেরার সামনে সাক্ষাৎকার দিতে দিতে হঠাৎ কেঁদে ফেলেন প্রাক্তন বিধায়ক। আগামী ৫ অক্টোবর রয়েছে হরিয়ানায় বিধানসভা নির্বাচন। আর ইতিমধ্যে বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তবে সেই তালিকায় নাম নেই শশীরঞ্জনের। এই দেখে নিজের দলের বিরুদ্ধে ক্ষোভ এবং হতাশা উগড়ে দেন তিনি। ভিওয়ানি এবং তোশামে প্রার্থী হতে চেয়ে দলের কাছে প্রস্তাব রেখেছিলেন তিনি। আশা করেছিলেন তাকে টিকিট দেওয়া হবে। কিন্তু সব আশাই বিফলে গেল এবার। নিজের পছন্দের জায়গা তো দূরের কথা অন্য কোন জায়গা থেকেও প্রার্থী করা হল না তাকে।
[ আরও পড়ুন : বিশ্বভারতীর ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, রহস্য উন্মোচনে তদন্ত করছে পুলিশ ]
বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের সময় তিনি দেখেন ওই তালিকার মধ্যে তার নাম নেই। আর এ প্রসঙ্গ উল্লেখ করতে গিয়েই কেঁদে ফেললেন প্রাক্তন বিধায়ক। সাক্ষাৎকারের সময় সাক্ষাৎকারক তাকে প্রশ্ন করেছিলেন, তাকে কেন প্রার্থী করা হলো না? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই শশীরঞ্জন বলেন, ” আমার সমর্থকদের, পরিচিতদের বলেছিলাম, এবার প্রার্থী হচ্ছি। কিন্তু এখন কী বলবো! এখন আমি কী করবো? অসহায় লাগছে।” প্রাক্তন বিধায়কের এহেন উত্তরে সাক্ষাৎকার বলেন, ” আপনি শান্ত হোন”।