ad
ad

Breaking News

Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: গণনার আগে কমিশনের সাংবাদিক সম্মেলন, তাকিয়ে  সারা দেশের মানুষ

দিল্লির আকাশবাণী ভবনে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে

The commission's press conference before the count

ছবি : সংগৃহীত

Bangla Jago Desk: ভোট মিটেছে। ৭দফার মেগা নির্বাচন সম্পন্ন হওয়ার পর এখন সবার নজর ফলাফলের দিকে। বুধবার লোকসভা ভোটের ফল প্রকাশ করা হবে। কড়া নিরাপত্তায় কাউন্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে। দেশের ৫৪৩লোকসভা কেন্দ্রের ফল কী হবে তাই নিয়ে চলছে চর্চা। এক্সিট পোল নিয়েও নানা মহলের নানা মতামত সামনে আসছে। বিরোধী ইন্ডিয়া জোট স্পষ্ট জানিয়েছে, চব্বিশে পরিবর্তন আসন্ন।দিল্লিতে বিকল্প সরকার গড়ে উঠবেই। ২৯৫আসন তাঁদের হাতে থাকবে বলে ইন্ডিয়া জোটের তরফে মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন।

[ আরও পড়ুন – Lok Sabha Election 2024: বিশ্বের সব রেকর্ড ছাপিয়ে গেল চলতি বছরের লোকসভা নির্বাচন, দাবি সেন্টার ফর মিডিয়া স্টাডিজের ]

বিজেপি অবশ্য এক্সিট পোলের ওপর ভরসা রাখছে। রবিশঙ্কর প্রসাদ স্পষ্ট করে দিয়েছেন, মোদি সরকার হ্যাটট্রিক করবে। তার মাঝে সোমবার আচমকা দিল্লিতে সাংবাদিক বৈঠক ডেকেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সহ অন্যান্য কমিশনাররা সেই বৈঠকে হাজির থাকবেন। দিল্লির আকাশবাণী ভবনে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। তবে ঠিক কী নিয়ে এই বৈঠকটি ডাকা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানায়নি  নির্বাচন কমিশন। উল্লেখ্য, প্রায় প্রতি দফায় ভোটের হার বেড়ে যাওয়ায় বিরোধীরা কমিশনের ওপর চাপ বাড়ায়।

[ আরও পড়ুন – INDIA Alliance Exit POLL: EXIT POLL-কে নাকচ INDIA জোটের, ‘ক্ষমতায় আসছে INDIA জোট’ একযোগে দাবি জোটের নেতৃত্বদের ]

রবিবার ইন্ডিয়া জোটের সদস্যরা বুথ থেকে গণনাকেন্দ্রে ইভিএম নিয়ে যাওয়ার সময় বাড়তি নজরদারি ও গণনাকেন্দ্রেও প্রয়োজনীয় নিরাপত্তা বহাল করার পক্ষে সরব হয়েছে। শাসক থেকে বিরোধী সব পক্ষের মতামত শোনার পর কমিশন সোমবার সাংবাদিক সম্মেলনে কী জানায় সেটাই বড় বিষয়। এবার ২০১৯সালের থেকে কম ভোট পড়েছে। দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহারে কম ভোট পড়েছে। তবে বাংলায় ভোটদানের হার তুলনায় বেশি। এই ৭দফার কর্মষজ্ঞ নিয়ে কমিশনের মতামত বেশ লক্ষ্যণীয়।