ad
ad

Breaking News

সংসদ

শীতকালীন অধিবেশন শুরুর দিন বিরোধীদের চাপের মুখে কেন্দ্র

Bangla Jago TV Desk : সংসদে শীতকালীন অধিবেশন শুরুর দিনই বিরোধীদের আওয়াজ জোরালো হবে এমন আভাস মিলেছিল। মহুয়া ইসুতে এথিক্স কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। পাশে দাঁড়ান তৃণমূল সংসদের। অর্থের বিনিময় প্রশ্ন কাণ্ডে মহুয়া মৈত্রের বিরুদ্ধে সংসদ পদ খারিজের প্রস্তাব পেশ হবে এমনটাই জল্পনা তৈরি হয়েছিল। অধিবেশন […]

Bangla Jago TV Desk : সংসদে শীতকালীন অধিবেশন শুরুর দিনই বিরোধীদের আওয়াজ জোরালো হবে এমন আভাস মিলেছিল। মহুয়া ইসুতে এথিক্স কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। পাশে দাঁড়ান তৃণমূল সংসদের। অর্থের বিনিময় প্রশ্ন কাণ্ডে মহুয়া মৈত্রের বিরুদ্ধে সংসদ পদ খারিজের প্রস্তাব পেশ হবে এমনটাই জল্পনা তৈরি হয়েছিল। অধিবেশন শুরু হতেই চাপ বাড়াতে থাকে বিরোধীরা। সোচ্চার হোন  গত অধিবেশনে বিজেপি সংসদ রমেশ বিদুরী সংখ্যালঘুদের সম্পর্কে বিদ্বেষ মূলক মন্তব্য ণিয়ে। অধিবেশন চলাকালীন তার এই মন্তব্যের ঘটনায় আজও এথিক্স কমিটি কোন রিপোর্ট পেশ করেনি।

অন্যদিকে ‘ক্যাশ ফর কোশ্চেন ? কাণ্ডে মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের’ ভিত্তিতে রিপোর্ট পেশ এথিক্স কমিটির। কমিটির  নিরপেক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন?বাংলার ৭০০০ কোটি টাকা বকেয়া নিয়ে সোচ্চার হন তৃণমূল সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের টাকা আটকে রেখে ও একাধিক প্রকল্পের বকেয়া টাকা বন্ধ রেখে বাংলার মানুষের রুজি রুটির ওপর প্রভাব ফেলছে কেন্দ্র। কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে বক্তব্য রাখেন সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।  সংসদে শীতকালীন অধিবেশনের প্রথম দিনই বিরোধী আওয়াজ জোরালো হওয়ায় শুরু হয় হৈহটটো গোল।

বিজেপি সাংসদ রমেশ বিদুরী বিদ্বেষ মূলক মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হন বহুজন সমাজবাদী পার্টির সাংসদ দানিস আলী। কালো পোশাক ও প্ল্যাকার্ড জুলিয়ে সংসদ ভবনে প্রতিবাদ করতে দেখা যায় তাকে। প্রথম দিনের অধিবেশন মুলতবি হয়ে যাওয়ার পর আগামীকাল আবারো বিজেপি সাংসদের বিদ্বেষ মূলক মন্তব্য ও এথিক্স কমিটির ভূমিকা নিয়ে আওয়াজ তুলবে বিরোধীরা, তা খানিকটা স্পষ্ট। লোকসভা নির্বাচনের আগে শেষ অধিবেশনে মহুয়া মৈত্রের সংসদ পদ খারিজ ও কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে পাল্টা চাপের মুখে কেন্দ্র এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

 

FREE ACCESS