চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: গোষ্ঠী সংঘর্ষে জেরবার তেলেঙ্গানা। এলাকায় বনধের ডাক আদিবাসী সংগঠনের। এলাকায় এলাকায় জারি কার্ফু। গুজব রুখতে বন্ধ ইন্টারনেট পরিষেবা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন অতিরিক্ত পুলিশ বাহিনী।
উত্তপ্ত তেলেঙ্গানা। আদিবাসী এক তরুণীকে নির্যতনের চষ্টার ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে তেলেঙ্গানা। দফায় দফায় দুই গোষ্ঠীর মধ্যে চলে সংঘর্ষ। দোকান, গাড়ি পুড়িয়ে দিতে দেখা যায় উত্তেজিত জনতাকে। এলাকায় জারি হয় কার্ফু। প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা।
[আরও পড়ুন: Health: কোষ্ঠকাঠিন্য, অনিদ্রা বা ওজন কমাতে দুধ কিংবা চায়ের সাথে মিশিয়ে খান জায়ফল]
প্রসঙ্গত, বছর ৪৫-এর এক আদিবাসী সংগঠনের মহিলাকে নির্যাতনের চেষ্টা করা হয় অভিযোগ ওঠে এক অটো-রিক্সা চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে আসিফাবাদের জইনুর শহরে। বর্তমানে ওই মহিলা হায়দরাবাদের এক হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় রয়েছেন। ওই মহিলার অভ িযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
তবে পুলিশি গ্রেফতারির পরও আদিবাসী সম্প্রদায়ের মোনুষদের তরফ থেকে লাগাতার বিক্ষোভ চলতে থাকে। রাস্তায় একাধিক গাড়ি, দোকান পুড়িয়ে দিতে দেখা যায় তাদের। দেওয়া বনধের ডাক। অভিযুক্ত ভিন্ন সলম্প্রদায়ের হওয়ার কারণে উদ্দেশ্য প্রণেদিতভাবে এই ঘটনা ঘটানিো হয়েছে হলে তাদের অভিযোগ। ক্রমেই দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় সাম্প্রদায়িক অশান্তি। জানা যায়, পরে পুলিশের হস্তক্ষেপে দুই গোষ্ঠীর আলোচনার মধ্য দিয়েই নিয়ন্ত্রনে আসে পরিস্থিতি।