ad
ad

Breaking News

Tejashwi Yadav

মহিলাদের ভোট টানতে নতুন ছক? নির্বাচনের দুদিন আগে বড় ঘোষণা তেজস্বীর

তিনি ঘোষণা করেন যে, যদি ভোটে জয় পায় ইন্ডিয়া জোট, তাহলে আগামী বছরের জানুয়ারি মাসেই মহিলাদের বার্ষিক ৩০ হাজার টাকা আর্থিক সাহায্য দেবেন।

Tejashwi Yadav Promises ₹30,000 Annual Aid for Women

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: আগামী বৃহস্পতিবার, অর্থাৎ ৬ নভেম্বর, বিহার বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট। তার আগে বড় প্রতিশ্রুতি দিলেন লালু প্রসাদ যাদবের পুত্র, তথা আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)। কী সেই প্রতিশ্রুতি? তিনি ঘোষণা করেন যে, যদি ভোটে জয় পায় ইন্ডিয়া জোট, তাহলে আগামী বছরের জানুয়ারি মাসেই মহিলাদের বার্ষিক ৩০ হাজার টাকা আর্থিক সাহায্য দেবেন।

মঙ্গলবার পাটনায় সংবাদিক সম্মেলন করে তেজস্বী জানালেন, “বছরের শুরুতে ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন মায়ি বেহেন মন যোজনায় রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে ৩০ হাজার টাকা।” এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “অনেক জায়গায় গিয়েছি আমি এবং কথা বলেছি মহিলাদের সঙ্গে। মায়ি বেহেন মন যোজনা নিয়ে উচ্ছ্বাসিত রাজ্যের সমস্ত মা ও বোনেরা। মানুষের মতে অর্থনৈতিক ন্যায়বিচার দেবে তাঁদের এই যোজনা।” বলে রাখা ভালো, মহিলাদের প্রত্যেক মাসে ২৫০০ টাকা করে অনুদানের কথা ঘোষণা করাই হয়েছিল আরজেডির ইস্তেহারে (Tejashwi Yadav)।

প্রসঙ্গত, সম্প্রতি নীতিশ কুমারের সরকারের তরফ থেকে ১০ হাজার টাকা করে অনুদান পাঠানো হয়েছে এক কোটি উপভোক্তার অ্যাকাউন্টে, যাতে ব্যবসা শুরু করতে পারেন রাজ্যের মহিলারা। এরপরই তেজস্বীর এমন ঘোষণা দেখে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে দুই শিবিরের মূল লক্ষ্য মহিলা ভোটাররাই এবং সেই কারণেই এমনটি ঘোষণা করা হচ্ছে তাদের তরফ থেকে। সেক্ষেত্রে এবার দেখার যে এতকিছু ঘোষণা করার পর সবচেয়ে বেশি মহিলাদের ভোট শেষ পর্যন্ত কার ঝুলিতে যায় (Tejashwi Yadav)।