সংগৃহীত
Bangla Jago Desk: পাঞ্জাবের মোহালির একটি স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ওই অভিযুক্ত শিক্ষক।
অভিযুক্ত ব্যক্তি স্কুলের ক্রীড়া শিক্ষক। তার নাম আমনপ্রীত সিং। পঞ্চম শ্রেণীর ছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানো এবং তাদের অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নির্যাতিতা ছাত্রীদের সকলেরই বয়স ১০ বছরের কম।
জানা গিয়েছে, স্কুল থেকে বাড়ি ফিরে অভিভাবকদের কাছে শিক্ষকের কুকীর্তির কথা খুলে বলে পড়ুয়ারা। শোরগোল পড়ে যায় এলাকায়। এক নির্যাতিতা নাবালিকার বাবা সংবাদমাধ্যমকে বলেন, আমার মেয়ে জানিয়েছে ওই শিক্ষক সকলকে স্কুলের বেসমেন্টে নিয়ে গিয়েছিলেন। সেখানে তাদের সকলকে অশালীনভাবে স্পর্শ করেন তিনি। এমনকি তিনি ছাত্রীদেরকে তাকে চুমু খেতেও বলেন। এরসাথে নাবালিকা ছাত্রীদের অশ্লীল ভিডিও দেখান তিনি। এই ঘটনায় বাচ্ছারা মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে অভিযোগ করেন তিনি।
অভিযুক্ত ওই ক্রীড়া শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ভারতীয় ন্যায়সংহিতার ধারাও যুক্ত করা হয়েছে। স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন, ইতিমধ্যেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ওই শিক্ষককে। এবার আইন আইনের পথেই চলবে বলেই দাবি করেন তিনি। এর পাশাপাশি তিনি আরো বলেন, এই ধরনের অভিযোগের ক্ষেত্রে তারা ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলবেন।
যদিও ছাত্রীদের অভিভাবকদের অভিযোগ, অভিযুক্ত ওই ক্রীড়া শিক্ষককে প্রথমে সমর্থন করেছিল স্কুল কর্তৃপক্ষ। এছাড়াও সংবাদ মাধ্যমে স্কুলের নাম নিতে বারণ করা হয় অভিভাবকদের। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। স্কুল চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। বিক্ষোভের মুখে পড়ে অবশেষে অভিযুক্ত শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয় বলে জানাচ্ছেন অভিভাবকদের একাংশ।