চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: নতুন ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে একাধিক আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। আজ, বুধবার, প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চে এই আবেদনের শুনানি হবে। জানা গেছে, প্রায় ১০টি আবেদনের শুনানি হবে আজ।
এই মামলাগুলিতে বলা হয়েছে, ওয়াকফ আইন সংবিধানের একাধিক অনুচ্ছেদ লঙ্ঘন করছে। এআইএমআইএম প্রধান ও লোকসভার সাংসদ আসাউদ্দিন ওয়াইসি নিজেও এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন।
মোদী সরকার ইতিমধ্যে একটি ক্যাভিয়েট (সতর্কবার্তা) দাখিল করেছে, যাতে সুপ্রিম কোর্ট কেন্দ্রের বক্তব্য না শুনে কোনও অন্তর্বর্তী নির্দেশ না দেয়।
চলতি মাসের প্রথম সপ্তাহে সংসদের দুই কক্ষেই পাস হয় ওয়াকফ সংশোধনী বিল। প্রায় ২৫ ঘণ্টা বিতর্কের পর এটি পাস হয় এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর গত ৮ এপ্রিল থেকে এই আইন কার্যকর হয়েছে। কেন্দ্রীয় সরকার ওইদিন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায়।
তবে এই আইন কার্যকর হওয়ার পর থেকেই বিরোধীরা এর বিরুদ্ধে সরব হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে এই আইনের প্রতিবাদ চলছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি বাংলায় এই আইন কার্যকর করতে দেবেন না।
আজ সুপ্রিম কোর্টে এই আইনের বিরুদ্ধে করা মামলাগুলির শুনানিতে কী হয়, সেদিকে এখন নজর গোটা দেশের।