ad
ad

Breaking News

Supreme Court

Supreme Court: কোভিশিল্ডের সাইডঅ্যাফেক্ট নিয়ে মামলা শুনবে সুপ্রিমকোর্ট! শীর্ষ আদালতের পর্যবেক্ষণের দিকে তাকিয়ে দেশবাসী

ব্রিটেনের মতোই এদেশের প্রতিষেধক গ্রহণকারীরা উদ্বিগ্ন।সেবিষয়ে এবার এদেশেও মামলা শুরু হয়েছে। এই সংক্রান্ত বিষয় শুনানির জন্য গ্রহণ করল সুপ্রিমকোর্ট।

Supreme Court: A bench headed by Chief Justice DY Chandrachud is set to hear the side effects of CoviShield in this matter

Bangla Jago Desk: করোনার অন্যতম প্রতিষেধক  নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ২০২১এ জিম স্কট নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করেন। সেই ঘটনায় আদালতে মামলা হয়। মামলার শুনানির সময় বিদেশে করোনার টিকা প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রোজেনেকা স্বীকার করে নেয় কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।

প্রতিষেধকের কারণে বিরল রোগ ‘থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম’ এর মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এই রোগে আক্রান্ত হলে রক্তে অণুচক্রিকার পরিমাণ কমে যায় এবং রক্ত জমাট বাঁধে। ব্রিটেনের মতোই এদেশের প্রতিষেধক গ্রহণকারীরা উদ্বিগ্ন।সেবিষয়ে এবার এদেশেও মামলা শুরু হয়েছে। এই সংক্রান্ত বিষয় শুনানির জন্য গ্রহণ করল সুপ্রিমকোর্ট। জানা গেছে, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এবিষয়ে শুনানির জন্য গ্রহণ করেছে ।

এক্ষেত্রে আদালত কোনও বিশেষজ্ঞদের টিম গঠন করতে পারে বলে আভাস মিলেছে। তারিখ ঠিক না হলেও দ্রুত শুনানি হতে পারে। তাই শীর্ষ আদালতের পর্যবেক্ষণে কী উঠে আসে তার দিকে তাকিয়ে দেশের প্রতিষেধকগ্রহণকারীরা। করোনার মতো সংক্রামক রোগ নিয়ন্ত্রণে আনার জন্য এই কোভিশিল্ড দেওয়া হয়।