ad
ad

Breaking News

Russia-Ukraine War

দালালের মাধ্যমে ভারত হয়ে বাংলাদেশে সুদানের মহিলা, বিজিবি-র হাতে গ্রেফতার

এর আগে পরশুরাম সীমান্তে ২০২৪ সালের ৭ নভেম্বর ইথিওপিয়ার এক নাগরিক এবং গত ২৯ ডিসেম্বর নাইজেরিয়ার এক নাগরিককে বিজিবি গ্রেফতার করে। ভারত ও বাংলাদেশের কিছু মানব পাচার চক্র সীমান্তে এই পাচার কাজে নিয়োজিত রয়েছে বলে জানান তিনি।

Sudanese woman arrested by BGB for travelling to Bangladesh via India through broker

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: ফেনীর পরশুরামের ভারত সীমান্তবর্তী নিজ কালিকাপুর এলাকা থেকে সুদানের এক মহিলাকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করায় রবিবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়। আটক মহিলার নাম ইসলাম আবদেল রাহিম (৩৬)। তাঁর বাবার নাম আবদেল রাহিম ও স্বামীর নাম মোহাম্মদ হামদ। পাসপোর্টে থাকা তথ্য অনুযায়ী তিনি সুদানের কার্টাম বেরি এলাকার বাসিন্দা।

বিজিবি জানিয়েছে, পূর্ব নিজ কালিকাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যদের একটি টহল দল ইসলাম আবদেল রাহিমকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে বেশ কিছু ইউএস ডলার, ভারতীয় টাকা, মোবাইল ফোন, পোশাক-সহ দু’টি ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে।

বিজিবি-র কর্তারা বলেছেন, আটক মহিলা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি সুদান থেকে ভারতে এসে কয়েক দিন অবস্থান করেন। এরপর ভারত থেকে দালালের মাধ্যমে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করতে ব্যর্থ হন। পরে ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর সীমান্ত দিয়ে রাতের আঁধারে বাংলাদেশে ঢোকেন। ওই মহিলাকে আটকের সময় তাঁর কাছ কোনও পাসপোর্ট পাওয়া না গেলেও মোবাইলে পাসপোর্টের একটি ছবি পাওয়া গিয়েছে।

বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সুদানের ওই মহিলাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সোমবার সকালে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে পরশুরাম সীমান্তে ২০২৪ সালের ৭ নভেম্বর ইথিওপিয়ার এক নাগরিক এবং গত ২৯ ডিসেম্বর নাইজেরিয়ার এক নাগরিককে বিজিবি গ্রেফতার করে। ভারত ও বাংলাদেশের কিছু মানব পাচার চক্র সীমান্তে এই পাচার কাজে নিয়োজিত রয়েছে বলে জানান তিনি। পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার মোহাম্মদ নুরুল হাকিম বলেন, বিজিবির অভিযানে আটক সুদানের নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। তাঁকে আদালতে পেশ করা হবে।