ad
ad

Breaking News

Starmer Visit

Starmer Visit: প্রথম ভারত সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার! মুম্বইয়ে উষ্ণ অভ্যর্থনা

বৃহস্পতিবার মুম্বইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। ব্রিটেনের প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে কূটনৈতিক মহলে জোর জল্পনা চলছিল।

Starmer Visit to India Focuses on Free Trade Deal

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: দু’দিনের সরকারি সফরে ভারতে এলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। বুধবার সকালে মুম্বই বিমানবন্দরে পৌঁছন তিনি। তাঁকে স্বাগত জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে এবং অজিত পওয়ার। প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই স্টার্মারের প্রথম ভারত সফর। বৃহস্পতিবার মুম্বইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। ব্রিটেনের প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে কূটনৈতিক মহলে জোর জল্পনা চলছিল। যেমন,  ব্রিটেনে কি ভারতীয়দের জন্য ভিসানীতিতে কোনও পরিবর্তন আসছে? তবে সেই সম্ভাবনা স্পষ্টভাবে উড়িয়ে দিয়েছেন স্টার্মার। তাঁর বক্তব্য, ভারতের সঙ্গে ভিসা চুক্তির কোনও পরিকল্পনা নেই। এটা আলোচনার অংশ নয়। ব্রিটেনের অভিবাসন নীতিতে কোনও পরিবর্তনও হবে না।বরং স্টার্মার স্পষ্ট করে জানিয়েছেন, তাঁর সফরের মূল উদ্দেশ্য হলো ব্রিটেন-ভারত মুক্ত বাণিজ্যচুক্তির বাস্তবায়ন ও অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা। তিনি বলেন, ভারতের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত বাণিজ্যচুক্তিতে ব্যবসা ও বিনিয়োগই প্রধান ফোকাস। এই চুক্তি বাস্তবে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে (Starmer Visit)।

আরও পড়ুনঃ Indian Mercenary: জেল এড়াতে রুশ সেনায় ভারতীয় যুবক! ইউক্রেনে বন্দি গুজরাটের সাহিল

গত ২৪ জুলাই লন্ডনে যৌথ সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কিয়ের স্টার্মার এই মুক্ত বাণিজ্যচুক্তির ঘোষণা করেছিলেন। চুক্তি কার্যকর হলে ভারতীয় বাজারে ব্রিটেনে তৈরি নানা পণ্য আরও সস্তায় পাওয়া যাবে— যেমন চিকিৎসা সরঞ্জাম, বিমান সরঞ্জাম, সফ্‌ট ড্রিঙ্কস, চকোলেট, প্রসাধনী সামগ্রী, বিস্কুট এবং স্যামন মাছ। আগে এসব পণ্যে গড়ে ১৫ শতাংশ শুল্ক কার্যকর ছিল, নতুন চুক্তিতে তা কমে দাঁড়াবে ৩ শতাংশে। বৈদ্যুতিক গাড়ির শুল্কও ১১০ শতাংশ থেকে কমে ১০ শতাংশে নামবে (Starmer Visit)।

Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial

স্টার্মারের এই সফর এমন সময় হচ্ছে, যখন আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যচুক্তি কার্যত ঝুলে রয়েছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনও অব্যাহত। এই পরিস্থিতিতে নয়াদিল্লি ও লন্ডনের মধ্যে নতুন অর্থনৈতিক জোট দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। মুম্বইয়ে মোদির সঙ্গে বৈঠকের পাশাপাশি বৃহস্পতিবার স্টার্মার অংশ নেবেন একটি আলোচনাচক্রে, যেখানে উপস্থিত থাকবেন ভারতের বিভিন্ন শিল্পগোষ্ঠীর প্রতিনিধি ও উদ্যোক্তারা। সেখানে বাণিজ্য বিনিয়োগের সুযোগ, প্রযুক্তি সহযোগিতা এবং সবুজ জ্বালানির মতো বিষয়ে কথা হবে বলে সূত্রের খবর (Starmer Visit)।