ছবিঃ সংগৃহীত
Bangla Jago TV Desk : কয়েকটি বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবে শেষ হল রাজস্থানের বিধানসভা নির্বাচন। মোট ২০০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৯৯ টি আসনে ভোট গ্রহণ হয়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে রাজস্থানের শ্রীরঙ্গনগরের করণপুর আসনে। ভোটগ্রহণকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় শিখরের ফতেহপুরে। পাথর ছোড়াছুড়ির অভিযোগ উঠেছে এখানকার একটি বুথে। পরিস্থিতি সামাল দিতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।
রাজস্থানের ভোটের ট্রেডিশন অনুযায়ী পাঁচ বছরের বেশি কোন দল ক্ষমতায় থাকে না। ১৯৯৩ সাল থেকে রাজস্থানে একটানা দ্বিতীয়বার কোনও দল সরকারে ফিরে আসেনি। কংগ্রেসের দাবি সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন তাতে করে এবার ট্র্যাডিশন ভাঙবে রাজস্থানে। কংগ্রেসের আশা আবারও ক্ষমতায় ফিরবেন অশোক গেহলটই। কংগ্রেস তাদের বিদায়ী মুখ্যমন্ত্রীকে জাদুকর বলেই মনে করছে। অবশ্য বিজেপির দাবি এবার খুশির দখল নেবে তারা। একদিকে সকাল থেকে রাজ্যের বিভিন্ন বুথে নজরে পড়ে দীর্ঘ লাইন। আবার তারকা ভোটাররাও নিজেদের বুথে গিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন।
মরুরাজ্যে এদিন ভোটের সকালে বোনের বাড়ি যেতে দেখা যায় বিদায়ী মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া ঝালওয়ারের মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে। পুজো দেওয়ার পর ঝালওয়ারের বুথে গিয়ে ভোট দেন তিনি। রাজ্যের কংগ্রেসের অন্যতম মুখ সচিন পাইলট ভোট শুরুর আগে বালাজি মন্দিরে পুজো দেন। জয়পুরের সিভিল লাইনস এলাকায় ভোট দেন এই কংগ্রেস নেতা। এবার তিনি লড়ছেন টংক বিধানসভা কেন্দ্র থেকে। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে রাজস্থানের ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই। আগামী ৩ ডিসেম্বর ফল প্রকাশ হবে।
FREE ACCESS