সংগৃহীত
Bangla Jago Desk: উত্তরপ্রদেশে খুন হলেন সমাজবাদী পার্টির এক নেতা ওমপ্রকাশ সিংহ। এ ঘটনায় স্থানীয় বিজেপি কাউন্সিলর ও তাঁর ছেলেদের বিরুদ্ধে খুন করার অভিযোগে মামলা রুজু করা হয়েছে, এমনটায় জানা গিয়েছে। উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় শুক্রবার রাতে নিজ বাড়িতে খুন হয়েছেন এসপি নেতা ওমপ্রকাশ সিংহ। অভিযোগ, কিছু ব্যক্তি ওনার বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে খুন করেছেন।
ময়নাতদন্তের পর শনিবার দিন সকালে ওমপ্রকাশ সিংহ-র দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু নেতার শেষকৃত্য করতে নেতার পরিবার রাজি ছিলেন না। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত এই খুনের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ না নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওমপ্রকাশের শেষকৃত্য করা হবে না। সংবাদ পাওয়া মাত্রয় ওমপ্রকাশের বাড়িতে যান সমাজবাদী পার্টি নেতৃত্বরা, তারাও ওই নেতার পরিবারের লকেদের সাথে গলা মেলান। তারপর সেখানে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার রাধেশ্যাম ও কর্নেলগঞ্জ পুলিশের সার্কেল অফিসার চন্দ্রপাল শর্মার। তাদের নেতৃত্বে পুলিশবাহিনীও আসে পরিস্থিতি সামলাতে। তারা অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে আশ্বাস দেন পরিবারের লকেদের ও পার্টির নেতৃত্বদের।
মৃতের স্ত্রী নীলম সিংহ-এর অভিযোগকে কেন্দ্র করে, পরশপুর নগর পঞ্চায়েতের বিজেপি কাউন্সিলর উদয়ভান সিংহ ও তাঁর তিন ছেলের বিরুদ্ধে এফআইআর রুজু করেছেন পুলিশ। জানা গিয়েছে, একটি বিশেষ দল গঠন করা হয়েছে অভিযুক্তদের ধরার জন্য। নীলমের দাবি, বিজেপি নেতা উদয়ভান এর আগে দু’বার তাঁর স্বামী ও পরিবারের উপর হামলা করেছেন। এ বিষয়ে থানায় অভিযোগও জানিয়েছিলেন কিন্তু কোন ব্যবস্থা নেয়নি কেউ। কূটনীতির শক্তিতে বেঁছে গিয়েছেন উদয়ভান। নীলমের দাবি, এর আগে যদি পুলিশ ব্যবস্থা নিত,তাহলে এভাবে হারাতে হতো না ওমপ্রকাশকে।