ad
ad

Breaking News

Sonia Gandhi

Sonia Gandhi: ‘ইরান-ইজরায়েল সংঘাত নিয়ে কেন্দ্র নীরব’, মধ্যপ্রাচ্যের সংঘাতে কেন্দ্রকে তোপ সোনিয়ার

তাঁর অভিযোগ, এই মৌনতা ভারতের নীতিগত অবস্থান ও কূটনৈতিক ঐতিহ্যের পরিপন্থী।

Sonia Gandhi Criticizes India’s Silence

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: ইরান-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতিতে ভারত সরকারের নিরপেক্ষ অবস্থান নিয়ে কড়া সমালোচনা করলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তাঁর অভিযোগ, এই মৌনতা ভারতের নীতিগত অবস্থান ও কূটনৈতিক ঐতিহ্যের পরিপন্থী। তিনি এই অবস্থানকে ‘নীতি বিরুদ্ধ ও কাপুরুষোচিত’ বলেও আখ্যা দেন। বর্তমানে পশ্চিম এশিয়া জুড়ে যখন যুদ্ধ পরিস্থিতি চরমে, তখন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। অন্যদিকে, ইরান সরকারের তরফে প্রত্যাশা করা হয়েছে যে ভারত সরকার এই আক্রমণের নিন্দা জানাবে। এই আবহেই কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সরাসরি কেন্দ্রের সমালোচনায় মুখর হলেন। সোনিয়া গান্ধী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘ ইজরায়েল যে একতরফা ভাবে ইরানের সাধারণ জনগণের উপর হামলা চালাচ্ছে, তা বেআইনি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন। ভারত সরকারের উচিত নীরবতা ভেঙে স্পষ্ট অবস্থান নেওয়া (Sonia Gandhi)।’ 

আরও পড়ুন: Potato Juice for Skin: সবজির রসেই মিলবে উজ্জ্বল ত্বক

তিনি আরও বলেন, ভারত ও ইরানের পুরনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, শুধু রাজনৈতিক বা কূটনৈতিক নয়, দুই দেশের মধ্যে গভীর সাংস্কৃতিক যোগসূত্রও রয়েছে। কাশ্মীর ইস্যুতে অতীতে একাধিকবার ইরান ভারতের পাশে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে ইরানের ওপর এই হামলার জেরে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘নিষ্ঠুর’ তকমা দিয়েছেন সোনিয়া গান্ধী। তিনি বলেন, ইজরায়েল যেভাবে ইরানের উপর একতরফা হামলা চালাচ্ছে, তা ইরানের সার্বভৌমত্বে আঘাত। এটা বেআইনি এবং আঞ্চলিক শান্তি নষ্ট করার প্রয়াস। কংগ্রেস এই হামলা তীব্র নিন্দা করছে । তিনি আরও বলেন, শুধু ইরান নয়, ইজরায়েল গাজা উপত্যকায় লাগাতার যেভাবে গণহত্যা চালাচ্ছে, সেটাও মানবিকতা বিরোধী। সেইসঙ্গে কেন্দ্রের নীরবতায় নিয়ে উদ্বিগ্ন সোনিয়া গান্ধী। তিনি বলেন, ‘এই মানবিক সংকটে নয়াদিল্লির নীরবতা ভারতের নৈতিক ও কূটনৈতিক ঐতিহ্যের পরিপন্থী (Sonia Gandhi)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

এতে শুধু ভারতের অবস্থান দুর্বল হচ্ছে না, বরং নৈতিকতাও বিসর্জিত হচ্ছে।’ তিনি আহ্বান জানান, এখনও সময় আছে—নয়াদিল্লি যেন মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট নিয়ে তার নীতিগত অবস্থান স্পষ্ট করে এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সক্রিয় ভূমিকা নেয়।যুদ্ধের আবহে দুই দেশই ভারতের সমর্থন চায়। কিন্তু সরকারের নিরপেক্ষ অবস্থান এখন প্রশ্নের মুখে। কংগ্রেসের এই প্রতিক্রিয়া শুধু রাজনৈতিক চ্যালেঞ্জই নয়, একপ্রকার নীতিগত অবস্থান বদলের চাপ বলেও মনে করা হচ্ছে (Sonia Gandhi)।