চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: বর্তমানে সমাজকর্মী সোনম ওয়াংচুকের গ্রেফতারি (Wangchuk Arrest) নিয়ে উত্তপ্ত লাদাখ রাজনীতি। তীব্র সমালোচনা শুরু হয়েছে সেই অঞ্চল সহ গোটা ভারতবর্ষে। গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গিয়েছিলেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো। সোমবার সেই মামলায় আদালতের তরফ থেকে নোটিস দেওয়া হলো লাদাখ এবং যোধপুর সেন্ট্রাল জেলের পুলিশ সুপারকে। পরবর্তী শুনানি হতে পারে ১৪ তারিখে।
মামলাটি ওঠে বিচারপতি অরবিন্দ কুমার এবং এনভি আঞ্জারিয়ার বেঞ্চে। এদিন আদালতের কাছে সোনমের মুক্তির দাবির পাশাপাশি অনুমতি চাওয়া হয় ফোনে কথা ও সামনাসামনি দেখা করতে দেওয়ার। শুধু তাই নয়, আর্জি জানানো হয় এটা নিশ্চিত করার জন্য যে ওষুধ, খাবার সহ যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র তাঁকে দেওয়া হচ্ছে কিনা। সোনম জায়ার আইনজীবীর দাবি, পরিবারকে জানানো হয়নি আটকের কারণগুলি। যদিও সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেছেন যে সেগুলি ইতিমধ্যেই জানানো হয়েছে তাঁকে এবং তিনি খতিয়ে দেখার আশ্বাস দেন কারণগুলি আংমোকে দেওয়ার ব্যাপারটিও।(Wangchuk Arrest)
উল্লেখ্য, জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয় সোনম ওয়াংচুককে। (Wangchuk Arrest) এরপরই বিজেপি বিরোধী দলগুলির তরফ থেকে ধেয়ে আসে সমালোচনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও চিঠি লেখেন তাঁর স্ত্রী। অবশেষে তিনি দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের। এছাড়া জেল থেকেও সোনম শান্তি ও ঐক্য বজায় রাখার বার্তা দিয়েছেন। শুধু তাই নয়, ধৃত সমাজকর্মী এটাও জানিয়েছেন যে তিনি লাদাখের মানুষের পাশে আছেন রাজ্যের মর্যাদার দাবি সহ অন্যান্য ইস্যুতে।