ad
ad

Breaking News

Meghalaya Murder Case

Meghalaya Murder Case: খুনি সোনম কি ‘ অন্তঃসত্ত্বা’ ? কী বলছে মেডিকেল রিপোর্ট?

সোমবার তোর নামের মেডিক্যাল চেকআপ করা হয়

sonam pregnancy mystery meghalaya murder case

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: দেবলীনা দাসঃ মেঘালয়া হানিমুন কাণ্ডে (Meghalaya Murder Case) প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আসছে। ৯ই জুন উত্তরপ্রদেশের গাজীপুর থেকে সোনম রঘুবংশীকে গ্রেফতার করে পুলিশ। একইসঙ্গে রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে সুনামের প্রেমিক সহ আরো চারজনের নাম উঠে এসেছে। ধীরে ধীরে খুলছে রাজার মৃত্যর রহস্যের জট। এবার ঘটনায় উঠে এলো আরেক নতুন মোড়। সোনম কি অন্তঃসত্ত্বা? উঠছে এইরকমই ভিন্ন ধরনের প্রশ্ন।

[আরও পড়ুনঃ Old Commercial: ১৫ বছরের পুরনো গাড়ি আপাতত চলবে কলকাতায়, মানতে হবে নির্দিষ্ট শর্ত]

সোমবার তোর নামের মেডিক্যাল চেকআপ করা হয়। তার শারীরিক এবং মানসিক অবস্থা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। সূত্রের খবর শারীরিকভাবে দুর্বল সোনাম। ইতিমধ্যেই শুরু হয়েছে তার প্রয়োজনীয় চিকিৎসা। কিন্তু খটকার জায়গা সোনমের প্রেগনেন্সি টেস্টে রিপোর্টে। প্রেগনেন্সি রিপোর্ট এসেছে ‘আনক্লিয়ার’। প্রেগনেন্সি টেস্ট এর ফলাফল সন্তোষজনক নয়, যার অর্থ সোনম গর্ভবতী কিনা তা স্পষ্ট নয়।

 এক সপ্তাহ পরে ফলো আপের জন্য আলট্রাসাউন্ড করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেক্ষেত্রের ফলাফল ইতিবাচক আসে না অনেক সময়। আরো কিছুদিন অপেক্ষা করলে হয়তো প্রেগনেন্সি পরীক্ষার ফলাফল ঠিক ভাবে জানা যাবে। সোনমর আল্ট্রাসাউন্ড রিপোর্ট কি আসে এখন নজর সেই দিকেই। এখন প্রশ্ন উঠছে, সনম যদি অন্তঃসত্ত্ব হন তাহলে সেই সন্তানের বাবা কে ?

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/]

রাজার খুনের ঘটনায় অভিযোগ উঠেছে তার নববিবাহিত স্ত্রী সুনামের বিরুদ্ধে। শিলংয়ে হানিমুন করতে গিয়ে এই দম্পতি নিখোঁজ হয়ে গিয়েছিলেন (Meghalaya Murder Case)। প্রাথমিকভাবে মনে হয়েছিল যে তাদেরকে হয়তো অপহরণ করা হয়েছে। পরবর্তীকালে খাদ থেকে রাজার দেহ পাওয়া যায়। সোমবার উত্তর প্রদেশ থেকে পাকড়াও করা হয় সোনমকে। রাজাকে খুনের ঘটনায় উঠে আসে সোনমর প্রেমিক এবং আরও তিনজনের নাম।