Bengla Jago Desk: ভয়াবহ বিপর্যয় উত্তর সিকিমে। বুধবার ভোর বেলা মেঘভাঙা বৃষ্টির কারণে উত্তর সিকিমের লাচেনে লোনাক হ্রদ উপচে জল নেমে আসে তিস্তা নদীতে । হঠাৎ জল চলে আসায় তিস্তা নদী জলস্তর বেড়ে গিয়ে ধ্বংসলীলা চালাচ্ছে উত্তর সিকিমের লাচেন উপত্যকায়। জলের তোরে ভেসে গিয়েছে একাধিক সেনা ছাউনি। যার জেরে এখনও পর্যন্ত নিখোঁজ ২৩ জন সেনা। শুরু হয়েছে উদ্ধার কাজ ।
বেশ কয়েক জায়গায় নেমেছে ধস। বন্ধ রয়েছে জাতীয় সড়ক NH10 । একদিকে তিস্তা নদী অন্য দিকে হ্রদের জল দুই মিলে একেবারে মুহূর্তের মধ্যে তছনছ করে দিয়েছে চুংথাম। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।জানা গেছে তিস্তার জলস্তর ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত বৃদ্ধি পায়। যা প্রায় দো তোলা বাড়ির সমান।
ইতিমধ্যেই তিস্তায় জারি করা হয়েছে লাল সতর্কতা। তিস্তার জলস্তর আরও বাড়তে পাড়ে বলে আশঙ্কা করছে সেচ দপ্তর। তিস্তা নদী জলপাইগুড়ি জেলার বিশাল এক অংশ দিয়ে প্রবাহিত হয়। তারপর এই নদী বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়। তাই তিস্তার জলস্তর বাড়লে গোটা উত্তরবঙ্গ সহ সিকিম এবং বাংলাদেশের চিন্তা বাড়ারই কথা । প্রশাসনের আশঙ্কা জলস্তর ২৫ থেকে ২৬ ফুট পর্যন্ত বাড়তে পারে। হাওয়া অফিস সূত্রে খবর আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ব্যাপক ভাবে বৃদ্ধি পাবে।
Free Access