ad
ad

Breaking News

Shubhanshu

Shubhanshu: আবহাওয়ার বাধায় মহাকাশে পা ফেলতে একদিন দেরি, ১১ জুন উড়বে অ্যাক্সিওম-৪

প্রায় ৪০ বছর পর ফের মহাকাশ অভিযানে অংশ নিচ্ছেন ভারতীয় মহাকাশচারী। কিন্তু আপাতত পিছিয়ে গেল সেই অভিযান। মঙ্গলবার অ্যাক্সিওম-৪ স্পেসক্রাফট ওড়ার কথা থাকলেও শেষ মুহূর্তে খারাপ আবহাওয়ার কারণে পিছিয়ে গিয়েছে সেই মিশন

Shubhanshu’s Space Mission Delayed

Bangla Jago Desk: প্রায় ৪০ বছর পর ফের মহাকাশ অভিযানে অংশ নিচ্ছেন ভারতীয় মহাকাশচারী। কিন্তু আপাতত পিছিয়ে গেল সেই অভিযান। মঙ্গলবার অ্যাক্সিওম-৪ স্পেসক্রাফট ওড়ার কথা থাকলেও শেষ মুহূর্তে খারাপ আবহাওয়ার কারণে পিছিয়ে গিয়েছে সেই মিশন। (Shubhanshu) ইসরোর তরফে জানানো হয়েছে যে ১০ জুনের বদলে ১১ জুন অর্থাৎ বুধবার হবে ওই লঞ্চ। বুধবার ভারতীয় সময় বিকেল সাড়ে ৫টায় উড়ে যাবে ওই মহাকাশযান।

আরও পড়ুন: Box Office: বক্স অফিসে বাজিমাত, ১৫০ কোটির দোরগোড়ায় ‘হাউসফুল ৫’

ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এই দিনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশে যাত্রা করবেন। (Shubhanshu) খারাপ আবহাওয়ার কারণে পূর্বনির্ধারিত মঙ্গলবারের উৎক্ষেপণ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই সাময়িক বিলম্ব মহাকাশ অভিযানে ভারতের উচ্চাকাঙ্ক্ষাকে এতটুকুও দমিয়ে রাখতে পারেনি।

এই মিশনটি ‘অ্যাক্সিওম-৪’ নামে পরিচিত। বলা বাহুল্য, এই মিশন ভারত-আমেরিকার যৌথ উদ্যোগে হচ্ছে। ফলে ভারতকেও এই মিশনে বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করতে হচ্ছে। এটি  বাণিজ্যিকভাবে পরিচালিত একটি আন্তর্জাতিক নভোচারী অভিযান, যা পরিচালনা করছে অ্যাক্সিওম স্পেস। এই মিশনে ভারত সরকারের পক্ষ থেকে প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে, যা ভারতীয় নভোচারী শুভাংশু শুক্লার অংশগ্রহণকে সফল করে তুলেছে। (Shubhanshu) ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ‘ড্রাগন’ মহাকাশযানে চেপে এই অভিযান শুরু হবে।

Babgla jago fb: https://www.facebook.com/Banglajagotvofficial

উৎক্ষেপণে ব্যবহৃত হবে ফ্যালকন ৯ রকেট। অভিযানের নেতৃত্বে থাকছেন প্রাক্তন নাসা মহাকাশচারী এবং বর্তমানে অ্যাক্সিওম স্পেসের কমান্ডার পেগি হুইটসন। তাঁর সঙ্গে রয়েছেন ইউরোপীয় মহাকাশ সংস্থার হয়ে পোল্যান্ডের স্লাওস উজানানস্কি এবং হাঙ্গেরির টিবোর কাপু, যাঁরা মিশনের বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন। এই আন্তর্জাতিক মিশনের অন্যতম মুখ হচ্ছেন ভারতীয় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা।

৪০ বছরের শুভাংশুই দেশের মহাকাশ যাত্রার ইতিহাসে সর্বকনিষ্ঠ নভোচর, যিনি মহাকাশ স্টেশনে যাওয়ার সুযোগ পেয়েছেন। তিনি মিশনের পাইলট হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর এই যাত্রা শুধু ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে নয়, আন্তর্জাতিক পর্যায়েও একটি গর্বের মাইলফলক হয়ে থাকবে।(Shubhanshu) এই কর্মসূচির অংশ হিসেবে একজন পেশাদার ভারতীয় বিমান সেনার সদস্যকে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া নিঃসন্দেহে দেশবাসীর গর্বের বিষয়। একথায় বলা যায়,  রাকেশ শর্মার মহাকাশ যাত্রার প্রায় চারদশক পর শুভাংশুর এই অভিযান দেশের মহাকাশ জগতে নয়া ইতিহাস তৈরি করতে চলেছে ।