চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এক আইনজীবী জুতো ছোড়ার চেষ্টা করেন। সূত্রের খবর, অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোর, প্রধান বিচারপতির এক মন্তব্যকে ‘সনাতন ধর্মের অপমান’ বলে মনে করেন, এবং সেই ক্ষোভ থেকেই এমন কাণ্ড ঘটান বলে দাবি।(Supreme Court)
ঘটনাটি ঘটে মামলার শুনানির মাঝেই। প্রত্যক্ষদর্শীদের মতে, আচমকা অভিযুক্ত ব্যক্তি চিৎকার করে বলেন, “সনাতন ধর্মের অপমান সহ্য করব না।” তারপর নিজের জুতো খুলে প্রধান বিচারপতির দিকে ছুড়ে মারার চেষ্টা করেন। আদালতের নিরাপত্তারক্ষীরা তৎপরতার সঙ্গে তাঁকে আটক করেন এবং দ্রুত সুপ্রিম কোর্ট কক্ষের বাইরে নিয়ে যান। বর্তমানে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নয়াদিল্লির ডিসিপি এবং সুপ্রিম কোর্টের ডিসিপিও।(Supreme Court)
এদিকে, এই ঘটনা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন দেশের প্রধান বিচারপতি বিআর গাভাই। তিনি শান্ত ভাবে বলেন, “এই ধরনের ঘটনায় আমরা বিচলিত হই না।” এরপর কোনওরকম উত্তেজনা ছাড়াই আদালতের অন্যান্য মামলার শুনানি চালিয়ে যান তিনি।(Supreme Court)
ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে আইনজগৎ এবং রাজনৈতিক মহলে। আইনজীবীদের এমন আচরণে অনেকে বিস্মিত এবং উদ্বিগ্ন। পাশাপাশি, আদালতের পবিত্রতা রক্ষার প্রশ্নও উঠে আসছে বারবার।