ছবিঃ সংগৃহীত
Bangla Jago Desk: মুম্বই বিএমডব্লিউ হিট অ্যান্ড রান মামলার অভিযুক্ত মিহির শাহের বাবা রাজেশ শাহকে পদ থেকে সরিয়ে দিল শিব সেনা। দলের উপনেতা পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। শিবসেনা সচিব সঞ্জয় মোরে সংক্ষিপ্ত নোটিশে জানিয়েছেন, রাজেশ শাহকে দলের উপনেতার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পদচ্যুত রাজেশ শাহ শিব সেনার পালঘর এলাকার নেতা ছিলেন। দুর্ঘটনায় অভিযুক্ত ২৪ বছর বয়সী মিহির শাহ তিন দিন ধরে লুকিয়ে ছিলেন। মঙ্গলবার ভিরারের একটি রিসর্ট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর মিহির তাঁর চালকের সঙ্গে আসন বদলানোর কথা স্বীকার করেছেন। তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার এবং দাড়ি কামিয়ে নিজেকে ছদ্মবেশ ধারন করার চেষ্টার কথাও স্বীকার করেছেন।
মিহির শাহের বাবা একনাথ শিন্ডের ঘনিষ্ঠ সহযোগী রাজেশ শাহকে রবিবার এই মামলায় গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, তিনি সক্রিয়ভাবে তাঁর ছেলেকে পালাতে সাহায্য করেছিলেন। পারিবারিক গাড়ি চালককে এই ঘটনার দায় নিতে নির্দেশ দিয়েছিলেন। রাজেশ শাহের বিরুদ্ধে ভুল তথ্য দেওয়া এবং প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে।
হিট অ্যান্ড রান মামলায় মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদিও, এই ঘটনায় শিন্ডে শিবিরের দিকে প্রশ্ন তুলে বলা হয়, মিহির শাহ ৬০ ঘণ্টা কোথায় লুকিয়ে ছিলেন? মুখ্যমন্ত্রীকে অবশ্যই উত্তর দিতে হবে।‘ দলের নেতার বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় এবার পদক্ষেপ করল শিন্ডে শিবির। পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে দুর্ঘটনায় অভিযুক্ত মিহির শাহের বাবা রাজেশ শাহকে।