সংগৃহীত
Bangla Jago Desk: চলতি বছরের শেষে শুরু হতে চলেছে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। বিজেপি জোটকে সরিয়ে ক্ষমতায় আসতে মরিয়া বিরোধী জোট মহা বিকাশ আগাড়ি। লোকসভা ভোটে বিজেপি জোটকে পিছনে ফেলেছিল বিরোধী জোট। ৪৮ আসনের মধ্যে ৩০ আসনে জয় পায় আগাড়ি। ফলে বিধানসভা ভোটের আগে উচ্ছ্বসিত রয়েছে বিরোধী শিবির। কিন্তু মাঝ পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী পদের দাবিদার নিয়ে। বেশ কয়েকদিন ধরেই বিরোধী শিবিরের মধ্যে জলঘোলা চলছিল মুখ্যমন্ত্রীর মুখ কে হবে?
[আরও পড়ুন: Parnashavarir Shaap: নতুন রহস্যের গল্প নিয়ে আসছে ‘পণর্শবরীর শাপ’ সিজন২]
এবার সেই জলঘোলার অবসান করলেন শরদ পওয়ার। বুধবার তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর মুখ কে হবে তা নিয়ে আগাম ঘোষণা করার কোনও প্রয়োজন নেই। কিন্তু সম্প্রতি উদ্ধবকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার জন্য দাবি জানাছিল শিব সেনা শিবির। এ বিষয়ে শরদ পওয়ার জানিয়েছেন যদি বিরোধী জোট ক্ষমতায় আসে তাহলে যে দল বেশি ভোট পাবে তাকেই মুখ্যমন্ত্রী করা হবে। তিনি বলেন “মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে কোনও দ্বন্দ্ব নেই। এখনই এই নিয়ে কিছু ভাবার দরকার নেই। কে নেতৃত্ব দেবেন তা আসনসংখ্যা দেখে ঠিক করা হবে। নির্বাচনের আগে এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই।”
[আরও পড়ুন: Bangladesh: সব ক্ষেত্রে সচিবদের সংস্কার কর্মসূচি গ্রহন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুস]
তিনি এমার্জেন্সি পরবর্তী লোকসভা নির্বাচনের প্রসঙ্গ তুলে বলেন “এমার্জেন্সির পরে মোরারজি দেশাইয়ের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু ভোট চাওয়ার সময় ওঁর নাম ঘোষণা করা হয়নি। সেভাবেই এবার মুখ্যমন্ত্রী হিসেবে কারও নাম নেওয়ার প্রয়োজন নেই। আমরা একসঙ্গে থাকব। এবং জনাদেশ পাওয়ার পর একটা স্থায়ী সরকার গড়ব।” উল্লেখ্য এর আগে কংগ্রেস এবং এনসিবি শিবির তরফ থেকেও একই কথা বলা হয়েছিল। তাদের বক্তব্য ছিল ভোটের আগে মুখ্যমন্ত্রী বেছে নেওয়া অপ্রয়োজনীয়।