ad
ad

Breaking News

উত্তর দিনাজপুর

উত্তর দিনাজপুরে অবৈধভাবে প্রবেশের অভিযোগে সাত বাংলাদেশি গ্রেপ্তার

Bangla Jago TV Desk : উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত বিলাসপুর নাগরজাতীয় সড়কে থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে সাতজন বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, ধৃতরা হলেন দবিরুল ইসলাম (৩২), রেজাউল করিম (৩৬), নারুজ্জমান মিঞ্চা (৩২)| এছাড়াও মহম্মদ রাইহান কবির ( ২২), মহম্মদ মনির হুসেন (১৯), মহম্মদ আসরাফুল (৩৬) এবং মহম্মদ মেহেদী হাসান […]

Bangla Jago TV Desk : উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত বিলাসপুর নাগরজাতীয় সড়কে থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে সাতজন বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, ধৃতরা হলেন দবিরুল ইসলাম (৩২), রেজাউল করিম (৩৬), নারুজ্জমান মিঞ্চা (৩২)|

এছাড়াও মহম্মদ রাইহান কবির ( ২২), মহম্মদ মনির হুসেন (১৯), মহম্মদ আসরাফুল (৩৬) এবং মহম্মদ মেহেদী হাসান (২৯)। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার বিলাসপুর নাগর জাতীয় সড়কের উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দালাল চক্রের মাধ্যমে ভারতে প্রবেশ করে।

দালালরা তাদের কাজ পাইয়ে দেওয়ার জন্য নিয়ে আসে। আজ বৃহস্পতিবার তাদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

FREE ACCESS