ad
ad

Breaking News

Session Extension

Session Extension: মেয়াদ বাড়ল বাদল অধিবেশনের, একাধিক ইস্যুতে সংসদ উত্তাল হওয়ার আশঙ্কা

জানা যায়, সংসদের দুই কক্ষেই সর্বমোট ২১ টি অভিবেশন বসবে। অর্থাৎ আগের তুলনায় অধিবেশনের মেয়াদ বেশি হচ্ছে এক সপ্তাহ। অন্যদিকে সূত্রের খবর, এই অধিবেশন শুরুর আগেই রীতি অনুসারে ১৯ জুলাই মোদি সরকারের তরফ থেকে ডাকা হতে চলেছে সর্বদল বৈঠক।

Session Extension: Debates Likely Over Operation Sindhu

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: মেয়াদ বাড়ল বাদল অধিবেশনের। কেন্দ্রের তরফ থেকে বাড়ানো হল সংসদের বাদল অধিবেশনের মেয়াদ। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু প্রাথমিকভাবে জানিয়েছিলেন, বাদল অধিবেশন শুরু হবে আগামী ২১ জুলাই থেকে। তা ১২ অগাস্ট পর্যন্ত চলবে। তবে শেষ মুহূর্তে বদল ঘটে সেই সিদ্ধান্তে(Session Extension)। কেন্দ্রের তরফ থেকে এই মেয়াদ এক সপ্তাহ বাড়ানো হয়।

[আরও পড়ুন: Kasba College: “মিটিয়ে নাও বিষয়টা”-মনোজিৎকে বাঁচাতে প্রভাবশালীদের ফোন নির্যাতিতাকে, তদন্তে চাঞ্চল্যকর তথ্য]

রাজ্যসভার সচিবালয়ের তরফ থেকে বৃহস্পতিবারই বিবৃতি প্রকাশ করে জানায়, বাদল অধিবেশন আগামী ২১ জুলাই শুরু হয়ে শেষ হবে ২১ অগাস্ট পর্যন্ত চলবে(Session Extension)। তবে তার মাঝে স্বাধীনতা দিবস। তারই উদযাপনের জন্য ১৫ অগাস্ট বন্ধ থাকবে অধিবেশন। এছাড়াও প্রস্তুতি পর্বের জন্য ১৩ এবং ১৪ অগাস্টও বসবে না অধিবেশন। জানা যায়, সংসদের দুই কক্ষেই সর্বমোট ২১ টি অভিবেশন বসবে। অর্থাৎ আগের তুলনায় অধিবেশনের মেয়াদ বেশি হচ্ছে এক সপ্তাহ। অন্যদিকে সূত্রের খবর, এই অধিবেশন শুরুর আগেই রীতি অনুসারে ১৯ জুলাই মোদি সরকারের তরফ থেকে ডাকা হতে চলেছে সর্বদল বৈঠক।

FB link: https://www.facebook.com/Banglajagotvofficial

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের তরফ থেকে আগেই স্পষ্ট করে জানিয়ে দেওয়া  হয়েছে, সংসদে বিশেষ কোনও অধিবেশন হচ্ছে না অপারেশন সিঁন্দুর নিয়ে(Session Extension)। সেক্ষেত্রে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কী অপারেশন সিঁন্দুর ও ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা এড়াতে চাইছে কেন্দ্র? অন্যদিকে আমেদাবাদ দুর্ঘটনার পরও এটাই প্রথম সংসদে অধিবেশন হওয়ায়  এই দুটি ইস্যুও সংসদে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।