চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk : মঙ্গলবার গভীর রাতে মণিপুরের চুড়াচাঁদপুরের লেইসাংয়ের কাছে আততায়ীর গুলিতে নিহত হন সশস্ত্র কুকি দলের এক স্বঘোষিত কমান্ডার। ভোরে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য চুড়াচাঁদপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
মঙ্গলবার গভীর রাতে মণিপুরের চুড়াচাঁদপুরের লেইসাংয়ের কাছে আততায়ীর গুলিতে নিহত হন ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির সদস্য সেখহোহাও। তিনি কাপরাং গ্রামের বাসিন্দা ছিলেন এবং গ্রামে তাঁকে ‘সেখহোহাও’ নামে ডাকা হত। বুধবার ভোরে চুড়াচাঁদপুরের তোরবুং বাংলোর অদূরেই তাঁর গুলিবিদ্ধ দেহ পাওয়া যায়।
[ আরও পড়ুন : বাংলার দুর্গাদের জয়জয়কার, এমএসএমইতে সেরা পশ্চিমবঙ্গ ]
প্রসঙ্গত, এর আগে গত ২০ জুলাই পূর্ব ইম্ফল জেলা থেকেই প্রায় ৩৩ কেজি আইইডি বিস্ফোরক উদ্ধার করে সেগুলি নিষ্ক্রিয় করেছিল সেনা। এদিকে সেপ্টেম্বরের শুরু থেকে নতুন করে অশান্তির আবহে একাধিক মৃত্যুতে বহু মানুষের রক্ত ঝরেছে। এরই মধ্যে বৃহস্পতিবার সেনার তরফে বিবৃতি জারি করে জানানো হল বিস্ফোরক উদ্ধারের কথা।
[ আরও পড়ুন : Middle East: মধ্যপ্রাচ্যে বাজছে যুদ্ধের দামামা, ইরান-ইজরায়েলে শান্তি ফেরাতে তৎপর জয়শঙ্কর ]
এদিকে গত ১ লা সেপ্টেম্বর পশ্চিম ইম্ফল জেলায় বিস্ফোরক বোঝাই ড্রোনের হামলায় নিহত হয়েছিলেন দুই জন। আহত হয়েছিলেন ৭ জন। হামলাটি হয়েছিল মেইতেই জনগোষ্ঠীর এলাকায়। মনিপুর সরকারের দাবি, কুকি জঙ্গিরাই এই কাণ্ড ঘটিয়েছে। শুক্রবার বিকেলে বিষ্ণুপুর জেলার মৈরাংয়ে ফিওয়াংবাম লেইকাই এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মৈরেম্বাম কৈরেং সিংহের বাড়ির চত্বরে আছড়ে পড়েছিল ক্ষেপণাস্ত্র! এই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন রে রাবেই নামে বছর ৭০ এর এক বয়স্ক পুরোহিত।