Bangla Jago Desk: ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। আগামী বছর ফেব্রুয়ারি মাসে হবে সুপ্রিম কোর্টে হবে পরবর্তী শুনানি। এই নিয়ে দশমবার পিছিয়ে দেওয়া হল এই মামলাটি। এর আগে কার্যত বহুবার এই বিষয়ে মামলা হয়েছে। তবে কোনও নিষ্পত্তি হয়নি। আ্জকের শুনানির দিকে তাকিয়ে ছিল গোটা রাজ্যের লাখ লাখ সরকারি কর্মী এবং পেনশন হোল্ডাররা। তবে এবারেও পিছিয়ে গেল শুনানির তারিখ।
শুক্রবার সওয়াল জবাব পর্বে রাজ্য সরকার পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, বিষয়টি নিয়ে বিস্তারিত শোনার জন্য অন্যকোনও দিন নির্ধারণ করা হোক। অন্যদিকে কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামিম বলেন, বারবার শুনানির দিন পিছোচ্ছে, যে কোনও একটি দিন শুনানির জন্য দেওয়া হোক।
অন্যদিকে বিজেপির কর্মচারী সংগঠন সরকারি কর্মচারী পরিষদের আইনজীবী পিএস পাটোয়ালির বলেন, সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন না। হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। শুনানি বারবার পিছিয়ে গেলে সমস্যা বাড়বে। সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি হৃষিকেশ রায় এবং সঞ্জয় করোলের বেঞ্চ জানায়, আগামী বছর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে মামলাটির শুনানি হবে।
এর আগে নয় বার সুপ্রিম কোর্টে এ মামলা উঠলেও শুনানি হয়নি। সরকারি কর্মচারী পরিষদ আগেই জানিয়েছিল মামলার নিষ্পত্তি যাতে দ্রুত হয় সেজন্য তাঁদের তরফে সুপ্রিম কোর্টে নামে কোন আইনজীবীকে দাড় করানো হবে। সেই মোতাবেক পিএস পাটওয়ালিয়া সরকারি কর্মীদের হয়ে সওয়াল করবে ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত গত বছর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এরপরই রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে দারস্থ হয়।
Free Access