চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: আইনি বিপাকে বলিউড তারকা সলমন খান। রাজস্থানের কোটা ক্রেতাসুরক্ষা আদালতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।অভিযোগ, সলমন যে পান মশলার ব্র্যান্ডের বিজ্ঞাপন করছেন, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং গ্রাহকদের ভুল পথে চালিত করছে।অভিযোগটি দায়ের করেছেন বিজেপি নেতা ও রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দর মোহন সিং হানি। তাঁর দাবি, ওই পান মশলার বিজ্ঞাপনে বলা হয়েছে এটি নাকি জাফরান (কেশর) ও এলাচ দিয়ে তৈরি। কিন্তু বাস্তবে এটি সম্ভব নয়। আবেদনকারীর বক্তব্য, প্রতি কেজি কেশরের দাম প্রায় ৪ লক্ষ টাকা।
তাই মাত্র ৫ টাকার দামের কোনও পণ্যে কেশর থাকা অবাস্তব। এইভাবে মিথ্যে প্রচার চালিয়ে গ্রাহকদের ঠকানো হচ্ছে এবং বিশেষত তরুণ প্রজন্মকে ক্ষতিকর পণ্যের দিকে আকৃষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। ইন্দর মোহন সিং হানি আরও বলেন, সলমন খান একজন জনপ্রিয় তারকা ও যুবসমাজের রোল মডেল। তাঁর দায়িত্ব থাকা উচিত সমাজে ইতিবাচক প্রভাব ফেলার। কিন্তু তিনি এমন একটি পণ্যের প্রচার করছেন, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং ক্যানসারের কারণও হতে পারে। এই অভিযোগের ভিত্তিতে কোটা ক্রেতাসুরক্ষা আদালত সলমন খান এবং পান মশলা উৎপাদনকারী সংস্থার কাছে নোটিস পাঠিয়েছে। তাঁদের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে আগামী ২৭ নভেম্বরের মধ্যে।
উল্লেখ্য, এটি প্রথম নয়—এর আগেও সলমন খান নানা আইনি জটিলতায় জড়িয়েছেন। কৃষ্ণসার হরিণ হত্যা মামলা থেকে শুরু করে হিট-অ্যান্ড-রান কাণ্ড, একাধিক বিতর্ক ঘিরে তাঁর নাম উঠে এসেছে। বর্তমানে তিনি ব্যস্ত অপূর্ব লাখিয়ার পরিচালিত ব্যাটল অফ গালওয়ান ছবির শুটিংয়ে। তবে এই নতুন মামলার বিষয়ে এখনও পর্যন্ত সলমন বা সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।