ছবিঃ সংগৃহীত
Bangla Jago Desk: উত্তরপ্রদেশের উন্নাওয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় কমপক্ষে ১৮জনের মৃত্যু হয়েছে। লক্ষ্মৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে একটি দুধের ট্যাঙ্কার বাসের ধাক্কা মারে। তারপরই উল্টে যায় বাসটি। বাসের যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে শিশুও রয়েছে।পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। উত্তরপ্রদেশে বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা কমছে। বারবার বিঘ্নিত হচ্ছে পথ নিরাপত্তা। বুধবার ভোরে হাইওয়ের উপর দিয়ে যাচ্ছিল একটি এক্সপ্রেস বাস। সেসয়ম একটি দুধের ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। উল্টে যায় বাস ।
দুর্ঘটনায় প্রাণ হারান অন্তত ১৮ জন। তাঁদের মধ্যে শিশুও রয়েছে। আহত আরও বেশ কয়েক জন।তাঁদের অবস্থা আশঙ্কাজনক। ভর্তি করা হয়েছে হাসপাতালে। উন্নাওয়ের লক্ষ্ণৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আন্তঃরাজ্যে চলাচলকারী বাসটি মঙ্গলবার রাতে বিহার থেকে দিল্লি যাচ্ছিল। লক্ষ্ণৌ-আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে বেপরোয়াভাবে যাওয়ার সময়ই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। একটি দুধের ট্যাঙ্কারে পিছন থেকে এসে ধাক্কা মারে বাসটি। সজোরে ধাক্কা মারায় ট্যাঙ্কার এবং বাস, দুটোই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।ফলে রাস্তায় যানজট তৈরি হয়।যদিও পরে দুটি গাড়িকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়েরা। স্থানীয়রাই প্রথম উদ্ধারকাজে হাত লাগান। স্থানীয়রা উদ্যোগ নিয়ে বাসের মধ্যে থেকে যাত্রীদের বের করে আনার চেষ্টা করে। খবর দেওয়া হয় ঘটনাস্থলে আসেন এসডিএম নম্রতা সিং ।পুরো ঘটনার তদন্ত করে দেখছে প্রশাসন।কেন দ্রুত গতিতে গাড়ি চালানোর ঝোঁক বাড়ছে,কেন যোগী প্রশাসন সর্বক্ষণের নজরদারি চালায় না সেই প্রশ্ন তুলছেন মৃতদের পরিজন।