সংগৃহীত
Bangla Jago Desk: ভারতীয় ব্যাঙ্কিং সিস্টেমের উপর বড় আঘাত হানছে Ransomware। ভারতীয় ব্যাঙ্কিং প্রযুক্তি সিস্টেম গুলির উপর আঘাত হানছে। এর ফলে ছোট ছোট ব্যাংক পরিষেবা বিপর্যস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ব্যাঙ্ক। এখনো পর্যন্ত Ransomware শিকার হয়েছে দেশের ৩০০টি ব্যাঙ্ক।
বিশেষজ্ঞরা বলছেন, Ransomware অ্যাটাক করছে ব্যাঙ্কের প্রযুক্তি সিস্টেম গুলির একটি গুরুত্বপূর্ণ অংশ সিএজ টেকনোলজির উপর। এই আক্রমণ পেমেন্ট সিস্টেম ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেভাবে একের পর এক ব্যাঙ্কে Ransomware attack করেছে তাতে করে পেমেন্ট সিস্টেম নিরাপত্তাহীনতার মুখে। এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে হয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI কে। ইতিমধ্যে খুচরো পেমেন্ট সিস্টেম অ্যাকসেস থেকে সিএজ টেকনোলজিকে বিচ্ছিন্ন করা হয়েছে। C-Edge দ্বারা পরিষেবা প্রদান করা ব্যাঙ্ক গুলির গ্রাহকরা এর প্রভাবে লেনদেনের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হয়েছেন।
NPCI সূত্রে জানা গিয়েছে সারাদেশে ছোট ছোট ব্যাংক গুলির ক্ষেত্রে Ransomware attack ঘটেছে সবচেয়ে বেশি। যেসব ব্যাংক এর ফলে নিরাপত্তাহীনতার মুখে পড়েছে তার মধ্যে উল্লেখযোগ্য দেশের সমবায় ব্যাঙ্কগুলি। মূলত গ্রামীন এলাকায় এই ব্যাঙ্ক গুলির গ্রাহক সংখ্যা বেশি। গ্রামীন এলাকায় লেনদেন ব্যবস্থাকে সচল রাখে এই ছোট ছোট ব্যাঙ্ক গুলি। রাষ্ট্রায়ত্ত বড় বড় ব্যাঙ্কের পাশাপাশি সমবায় ব্যাঙ্ক ও স্থানীয় ব্যাঙ্কগুলি সাধারণ মানুষের লেনদেন পরিষেবা প্রদান করে। ইতিমধ্যে মোট লেনদেনের ০.৫% এর দ্বারা প্রভাবিত হয়েছে বলে বিশেষজ্ঞ সূত্রে খবর। ইতিমধ্যে কত ব্যাঙ্ক এর দ্বারা প্রভাবিত হয়েছে তার অডিট রিপোর্ট তৈরি করা হচ্ছে। তবে এই নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোন তথ্য জানানো হয়নি।