Bengla Jago Desk: বাণিজ্যনগরী মুম্বইয়ের দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম আকর্ষণীয় দুর্গাপুজো হল বলিউড অভিনেত্রী রানি মুখার্জির বাড়ির দুর্গাপুজো। ধারাবাহিকতা বজায় রেখে প্রতি বছরই এই পুজোর আয়োজন হয়ে আসছে। সাধারণ দর্শনার্থী ছাড়াও রানি মুখার্জির বাড়ির দুর্গাপুজোয় অংশগ্রহণ করেন বলিউডের নামীদামী তারকারা।এই পুজো সম্পন্ন হয় দুর্গাপুজোর সব ধরনের খুঁটিনাটি নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে মেনেই। পুজোর পাঁচদিন রানি মুখার্জির বাড়ির পুজোয় জমজমাট ভিড় লেগেই থাকে।
এবছরও বোধনের দিন থেকেই জমে উঠেছে পুজো।এবছর রানির বাড়ির পুজো দেখভালের দায়িত্ব শর্বাণী মুখার্জির ওপর। শর্বাণী সম্পর্কে রানির বোন। নির্বিঘ্নে ও আনন্দ সহকারে চলেছে মায়ের পুজো। চারদিন ধরে ভোগ খাওয়ানোর ব্যবস্থাও করা হয়েছে।রানি মুখার্জির বাড়ির পুজোয় যেন এক টুকরো বাংলার ছবি। অতিথি-অভ্যাগত, দর্শনাথীরা কথা বলছেন বিশুদ্ধ বাংলায়। মহিলাদের পরনে নতুন শাড়ি আর পুরুষরা সেজেছেন ধুতি-পাঞ্জাবিতে।রানি মুখার্জির বাড়ির পুজো থিমের পুজোর যুগেও সাবেকি।
এখানে পূজিতা হন সাবেকি মা। এছাড়া গোটা বাণিজ্যনগরীজুড়েই চলছে আরও বেশ কিছু পুজো। প্রবাসী বাঙালিরা মেতে উঠেছেন সেই পুজোয়। কলকাতার মতোই মুম্বইতেও চলেছে গভীর রাত পর্যন্ত প্রতিমা দর্শন আর পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ উদযাপনের পর্ব।এই ছবি দুর্গোতসবের সময়ে প্রতিবছরই সাগরপাড়ের মুম্বইতে ফিরে ফিরে আসে। এবছরও তার ব্যতিক্রম হল না।
Free Access