ad
ad

Breaking News

Rajen Gohain

Rajen Gohain: বড় ধাক্কা বিজেপির! রাজেন গোঁহাই ছেড়েই গেলেন গেরুয়া শিবির

অসমীয়া ভূমিপুত্রদের অধিকার নিয়ে তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন করে এসেছেন। ১৯৯৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা চারবার তিনি নগাঁও লোকসভা আসনের সাংসদ ছিলেন।

Rajen Gohain Joins Assam Jatiya Parishad

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: আর এক বছর পরই অসমে বিধানসভা নির্বাচন। তার আগে বড়সড় ধাক্কা খেল রাজ্যের শাসক দল বিজেপি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোঁহাই সম্প্রতি গেরুয়া শিবির ছেড়েছেন। এবার তিনি আনুষ্ঠানিকভাবে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক দল অসম জাতীয় পরিষদ (AJP)-এ যোগ দিলেন। রাজেন গোঁহাই অসমে একজন পরিচিত অসমীয়া জাতীয়তাবাদী নেতা। অসমীয়া ভূমিপুত্রদের অধিকার নিয়ে তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন করে এসেছেন। ১৯৯৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা চারবার তিনি নগাঁও লোকসভা আসনের সাংসদ ছিলেন। এমনকি, ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। তবে গত লোকসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি বিজেপি। তাঁর বদলে নগাঁওয়ে সুরেশ বরাকে প্রার্থী করা হয়েছিল, কিন্তু সেই কেন্দ্রে জয়ী হয়েছিল কংগ্রেস (Rajen Gohain)।

আরও পড়ুনঃ চোট সারিয়ে দলে ফিরলেন পন্থ, ব্রাত্যই থাকলেন শামি

রাজেন গোঁহাইয়ের দলবদলের প্রধান কারণ হিসেবে শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন বিজেপিতে তাঁর কোণঠাসা হয়ে পড়া এবং গুরুত্ব না পাওয়া। হিমন্তের ওপর আস্থা হারিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, বিজেপি অসমের জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাঁর মতে, হিমন্ত-সহ অন্যান্য বিজেপি নেতারা ধর্মীয় মেরুকরণের মাধ্যমে অসমীয়া সম্প্রদায়কে বিভক্ত করতে চাইছেন (Rajen Gohain)।

Bangla Jago fb page:https://www.facebook.com/share/17CxRSHVAJ/

অসম জাতীয় পরিষদের উত্থান হয়েছিল মূলত সিএএ (CAA) বিরোধী আন্দোলন থেকে। এই দলের নেতা লুরিনজ্যোতি গগৈ সিএএ বিরোধী আন্দোলনের অন্যতম নেতৃত্বস্থানে ছিলেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও দলটি কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোটে সামিল হয়। মনে করা হচ্ছে, আগামী বছর বিধানসভা নির্বাচনেও রাজেন গোঁহাই ইন্ডিয়া জোটের সঙ্গেই থাকতে পারেন। অসম জাতীয় পরিষদ সম্ভবত রাজেনকে তাঁর পুরনো কেন্দ্র নগাঁওয়ের কোনো একটি বিধানসভা আসন থেকে প্রার্থী করতে পারে (Rajen Gohain)।