চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: শিয়রে বিধানসভা নির্বাচন। মহারাষ্ট্রে জোরদকমে প্রচার চালাচ্ছে সব পক্ষই। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। তার মাঝেই এবার বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন রাহুল গান্ধী, এই অভিযোগে সরব গেরুয়া শিবির। গত সপ্তাহে প্রচারের সময়ে মুম্বইয়ে কংগ্রেস নেতার ভাষণের প্রসঙ্গ টেনে বিজেপির দাবি, নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন রাহুল। দোষী সাব্যস্ত করা হোক তাঁকে।
[আরও পড়ুন: লক্ষ্য কর্মী সুরক্ষা, শান্ট ম্যানদের নিরাপত্তায় ‘ফোকাস’ শিয়ালদহ ডিভিশনের]
বিজেপি নেতারা বলছেন, আগামী সপ্তাহেও মহারাষ্ট্রে ভোটের প্রচার করবেন রাহুল। সেই সময় তিনি যাতে কোনওরকম মিথ্যা না বলেন, তাই লোকসভার বিরোধী দলনেতাকে তিরস্কার করা উচিত নির্বাচন কমিশনের।
নির্বাচন কমিশনে বিজেপি জানিয়েছে, মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়ে সংবিধান সম্পর্কে বিভ্রান্তিকর প্রচার করে রাজ্যগুলের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছেন রাহুল। সোমবার বিজেপির প্রতিনিধি দল কমিশনের সদর দফতরে গিয়ে রাহুলের বিরুদ্ধে আদর্শ নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ জানিয়েছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, মিথ্যা প্রচার করছেন রাহুল গান্ধী। তাই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানানো হয়েছে।
[আরও পড়ুন: বাংলাদেশের পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে আরবি, পাঠ্যবই থেকে বাতিল শেখ মুজিবুর রহমান]
প্রসঙ্গত, আগামী ২০ নভেম্বর এক দফায় ভোট হবে মহারাষ্ট্রে। ২৮৮ টি বিধানসভা আসনে ভোট হতে চলেছে। লড়াইটা মূলত বিজেপি- এনসিপি ( অজিত পাওয়ার)- শিবসেনা ( একনাথ শিন্ডে)-র মহাজুটি এবং কংগ্রেস, এনসিপি ( শরদ পাওয়ার), শিবসেনা ( উদ্ধব ঠাকরে)-র মহাবিকাশ আঘাড়ীর মধ্যে। কোন জোটকে বেছে নেবেন মহারাষ্ট্রের মানুষ, জানা যাবে ২৩ নভেম্বর।