চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: সম্বলে চাপা উত্তেজনা রয়েছে। মসজিদের সমীক্ষা ঘিরে উত্তেজনা দানা বাঁধে সেখানে। যোগী সরকারের ব্যর্থতাতেই উত্তরপ্রদেশের মতো বৃহত্তম রাজ্যে এই ঘৃণার রাজনীতি ফেরি করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। ইচ্ছা করে দেশের বৃহত্তম রাজ্যে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে বলে বিজেপি বিরোধীদের অভিমত।
এর মাঝে বুধবার সকালে সম্বল যাওয়ার পথে আটকানো হল রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে। সকালে রাহুলকে নিয়ে যাওয়ার জন্য কংগ্রেস কর্মীরা ১০নম্বর জনপথের বাইরে জমায়েত হন। তাঁরা গান্ধী পরিবারের সদস্যদের সম্বল নিয়ে যাওয়ার জন্য হাজির হন। সেজন্য যাত্রাপথে কড়া নিরাপত্তা বহাল রয়েছে। সংবেদনশীল অবস্থার কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে নজরদারি।
উল্লেখ্য, কয়েকদিনের উত্তেজনার কথা মাথায় রেখে পশ্চিম উঃপ্রদেশের এই শহরে বাড়ানো হয়েছে নজরদারি। লাগু করা হয়েছে নিষেধাজ্ঞা। যেখানে –সেখানে যে কেউ প্রবেশ করতে পারবেন না। জমায়েত পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। বহিরাগতদের আনাগোনাতেও নিয়ন্ত্রণ লাগু করা হয়েছে।
যোগী সরকারের পুলিশ-প্রশাসন স্পষ্ট করেছে,বাইরে থেকে কেউ এখন সম্বলে প্রবেশ করতে পারবে না।আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতির কথা তুলে ধরে বিরোধীদের এই উত্তপ্ত স্থানে যেতে দেওয়া হচ্ছে না।তাই কংগ্রেস নেতৃত্ব সবকিছু ভুলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আবেদন করেছে।